প্রতিনিধি, উদয়পুর :-উন্নত ব্যাংক পরিষেবা মুখ থুবড়ে পড়েছে উদয়পুরে । এবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া উদয়পুর রমেশ চৌহমুনীতে সিডিএম মেশিনগুলি বিকল হয়ে পড়েছে দীর্ঘ চার দিন ধরে । এর ফলে ভোক্তারা নিজেদের টাকা জমা দিতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে । কিন্তু কেন উদয়পুর শহরের ব্যস্ততম জায়গা রমেশ চৌহমুনীতে এই ধরনের মেশিন বিকলের সমস্যায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উদয়পুর শাখা মেরামতির কোন ধরনের উদ্যোগ গ্রহণ করছে না তার পেছনে কি কারণ রয়েছে সেটা বুঝে উঠতে পারছে না গ্রাহকরা । এই শহরের এই ব্যস্ততম রমেশ চৌহমুনীর মত জায়গায় সকাল থেকে রাত পর্যন্ত হাজার হাজার মানুষ ও শয়ে শয়ে গাড়ি যাতায়াত করে জাতীয় সড়ক ধরে। বিভিন্ন সময় কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অফিস কর্মচারী এবং বিভিন্ন জায়গায় ব্যবসায়ীরা নিজেদের ব্যবসার কাজের টাকা জমা দিতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে । এই ধরনের সমস্যা কয়েক মাস পর পরেই ঘটে থাকে উদয়পুরের বুকে । কেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উদয়পুর শাখার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোন ধরনের সাড়া শব্দ করছে না । এরফলে গ্রাহকরা ভোগান্তির শিকার । এখন দেখার সংবাদ সম্প্রচারিত হওয়ার পর কি ব্যবস্থা গ্রহণ করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ আধিকারিকরা ।
338
previous post