Home » শুরু হল এনএসডির সামার থিয়েটার।

শুরু হল এনএসডির সামার থিয়েটার।

by admin

সংবাদ প্রতিনিধি , ধর্মনগর,  ন্যাশনাল স্কুল অব ড্রামার উদ্যোগে ধর্মনগরে শুরু হলো কুড়ি দিবসীয় নাট্য কর্ম শালা সামার থিয়েটার ওয়ার্কশোপ। রবিবার সকালে ধর্মনগর সরকারি বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই নাট্য কর্মশালার উদ্বোধন করেন উত্তর জেলার প্রাক্তন শিক্ষা অধিকারীক রিপন চক্রবর্তী সাথে ছিলেন গোল্ডেন ভ্যালি হায়ার সেকেন্ডারি বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অমলেন্দু দেবনাথ ছিলেন  নাট্য ব্যক্তিত্ব তথা সাংবাদিক স্বরূপ ঘোষ ও রঞ্জিত পুরকায়স্থ প্রমুখ। এই কুড়ি দিবসীয় নাট্য প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষক হিসেবে এসেছেন দিল্লীর রজনীস বিস্ট মণিপুর থেকে হিরম রবীন্দ্র সিং ও পূজা সেন এবং গোটা প্রশিক্ষণ শিবিরর কর্ডিনেটরের দায়িত্বে রয়েছেন কৌস্তুভ চক্রবর্তী। এই প্রশিক্ষণ শিবিরে ৮ বছর থেকে ১৬ বছর বয়সের মোট ১৬ জন কচিকাঁচা অংশ নিয়েছে।

You may also like

Leave a Comment