Home » বাইকের প্রিমিয়াম না দেওয়ায় খুন হরিবল গ্রেফতার দুই অভিযুক্ত

বাইকের প্রিমিয়াম না দেওয়ায় খুন হরিবল গ্রেফতার দুই অভিযুক্ত

by admin

 প্রতিনিধি মোহনপুর:- স্ত্রী এবং ছেলে মিলে পিটিয়ে খুন করল হরিবল বিশ্বাসকে। ঘটনা লেফুঙ্গা থানার অন্তর্গত দমদমিয়া এলাকায়। বুধবার গভীর রাতে এই ঘটনা সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনা প্রকাশ্যে আসতেই কয়েক ঘণ্টার মধ্য গ্রেফতার অভিযুক্তরা। জানা গেছে ছেলের বাইকের প্রিমিয়াম না দেওয়ায় পিতাকে পিটিয়ে খুন করেছে ছেলে।তাতে সহযোগিতা করেছে তাঁর মা।
বিলাসিতা করে ঋণ নিয়ে বাইক কিনেছিল সুমন বিশ্বাস। শ্রমজীবীর কাজ করতো সে। বাইক কেনার পর নিয়মিত প্রিমিয়াম দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছিল তাঁকে। তাঁর বাবা হরিবল বিশ্বাস লাকড়ি বিক্রি করে সংসার প্রতি পালন করেন। এই অবস্থাতে পরিবারে আর্থিক অনটনকে কেন্দ্র করে সমস্যা লেগেইছিল। প্রতিনিয়ত হরিবল বিশ্বাসের উপর তাঁর ছেলে এবং স্ত্রী মানসিক এবং শারীরিক নির্যাতন করত বলে অভিযোগ করলেন মৃতের দুই ভাই পরিমল বিশ্বাস ও দিলীপ বিশ্বাস। তাঁরা আরো জানান বুধবার সন্ধ্যা রাতে মা এবং ছেলে মিলে হরিবল বিশ্বাসকে অল্প বিস্তর মারধর করেছিল। এই খবর পেয়ে দুই ভাই বৌদি এবং ভাইপোকে বুঝিয়ে আসে তাঁদের ভাইকে মারধর না করার জন্য। এমনকি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন তাঁরা। কিন্তু রাত গভীর হওয়ার সাথে সাথেই মারধরের পরিমাণ বৃদ্ধি পায়। বিশেষ করে মাথায় আঘাতে চিহ্ন রয়েছে। পরিবারের অভিযোগ স্ত্রী আলপনা বিশ্বাস এবং ছেলে সুমন বিশ্বাস পিটিয়ে খুন করেছে হরিবলকে। ঘটনা সংগঠিত করার পর রাতেই পালিয়ে গেছে অভিযুক্তরা। সকালে ঘটনা খবর পেরে ঘটনাস্থলে ছুটে আসে লেম্বুছড়া ফাঁড়ির পুলিশ। আসে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। আনা হয় ডগ ক্সোয়াড ও ফরেনসিক টিম।লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস জানান ছেলে সুমন বিশ্বাসের বাইকের প্রিমিয়াম দেওয়ার জন্য তাঁর বাবার কাছে পয়সা চেয়েছিল। সেই টাকা না দেওয়ায় হরিবল বিশ্বাসকে মারধর করে ছেলে এবং মা। তাদের আক্রমণেই খুন হয়েছে হরি বল। পরবর্তী সময়ে বৃহস্পতিবার দুপুর নাগাদ বিশালগড় থেকে গোপন খবরের ভিত্তিতে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি সহদেব দাস।

You may also like

Leave a Comment