প্রতিনিধি , উদয়পুর :-২৪ ঘন্টার মধ্যে আবারো উদয়পুরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা । এবারের গাড়ি দুর্ঘটনা রবিবার দুপুরে উদয়পুর বনদোয়ার এলাকায় । কলেজ পড়ুয়া দুই ছাত্র গাড়ি নিয়ে জাতীয় সড়ক থেকে বনদোয়ার যাওয়ার পথে হঠাৎ রাস্তার পাশে থাকা সরকারি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে গাড়ির সামনের দিক থেকে আঘাত করে । মুহূর্তের মধ্যে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি । রক্তাক্ত হয় দুইজন ছাত্র । দুর্ঘটনাগ্ৰস্থ গাড়িটির নাম্বার টিআর ০৮- ডি ০৩৭৯ । দুর্ঘটনার সাথে সাথে এলাকাবাসী থেকে শুরু করে বাজার এলাকার বিভিন্ন ব্যবসায়ীরা এই ঘটনা দেখতে পেয়ে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের খবর দেয় । দমকলের কর্মীরা গাড়ি দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত কলেজ পড়ুয়া ছাত্রদেরকে উদ্ধার করে টেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা করানোর জন্য । দুই ছাত্রের কপাল দিয়ে প্রচন্ড পরিমাণে রক্তক্ষরণ হয় । যেভাবে উদয়পুরে প্রতিদিন গাড়ি দুর্ঘটনা বেড়ে চলেছে তাতে করে পথ চলতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মনে করছে উদয়পুরের সচেতন মহল ।
132