প্রতিনিধি, উদয়পুর :-দীর্ঘ চার মাস যাবত পানীয় জলের সমস্যায় ভুগছে গ্রামবাসীরা । ঘটনা উদয়পুর মহকুমার অন্তর্গত রাজনগর বড়টিলা গ্রামে। পানীয় জল না পেয়ে তার প্রতিবাদে এবার সড়ক পথ অবরোধ করলো প্রতিবাদী গ্রামবাসীরা । ঘটনার বিবরণে জানা যায় , দীর্ঘ চার মাস যাবত পানীয় জল পাচ্ছে না গ্রামের প্রায় ৪০০ পরিবার । তাদেরকে পানীয় জল দেওয়ার জন্য দপ্তর প্রতিদিন একটি গাড়ি করে জল দিয়ে যাচ্ছে কিন্তু হঠাৎ গত দুইদিন যাবত পানীয় জল দপ্তর থেকে কোন ধরনের জল দেওয়া হচ্ছে না । এর ফলে মহিলারা ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে রাজনগর পিত্রা সড়ক অবরোধ করে । এই অবরোধের জেরে রাস্তার দু’ধারে ব্যাপক যানজটের সৃষ্টি হয় । পরে রাস্তা অবরোধের খবর পেয়ে পিত্রা থানার পুলিশ অবরোধ স্থলে ছুটে গেলেও অবরোধ তুলতে ব্যর্থ হয় । গ্রামবাসীদের দাবি অবিলম্বে এলাকার দুটি পাম্প মেশিন চালু করতে হবে এবং বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিতে হবে । পরে পানীয় জল দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান এবং কথা বলেন প্রতিবাদী জনতার সাথে। আগামী শুক্রবার থেকে দুই বেলা করে গাড়ি দিয়ে জলের ব্যবস্থা করা হবে এবং দুটি পাম্প মেশিন চালু করতে যা পদক্ষেপ দরকার তা খুব শীঘ্রই নেওয়া হবে বলে আশ্বাস দেন গ্রামবাসীদের কে। পরবর্তী সময় দপ্তরের আশ্বাস পেয়ে প্রতিবাদী জনতা দীর্ঘ আড়াই ঘন্টার পর সড়ক পথ উঠিয়ে নেয় । পরবর্তী সময়ে চালু হয় যান চলাচল। স্বস্তির নিঃশ্বাস নেমে আসে দূরপাল্লার যাত্রীদের ।
101
previous post
জামাইয়ের দায়ের কোপে খুন শ্বশুর
next post