প্রতিনিধি, উদয়পুর :-বুধবার রাত দুইটা নাগাদ কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্থ উদয়পুর। টানা চার ঘন্টার ঝড়-বৃষ্টিতে বহু বাড়িঘরের ছাউনি উড়িয়ে নিয়ে যায় কালবৈশাখীর ঝড় । শহর লাগুয়া বিভিন্ন গ্রামীন এলাকা গুলিতে বড় বড় পুরনো গাছগুলি উপড়ে পড়ে । এর ফলে ক্ষতিগ্রস্ত হয় বহু বাড়িঘর । সেইসাথে উদয়পুর জগন্নাথ দীঘির চারদিকে আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছিল বিভিন্ন বৈদ্যুতিক খুঁটি দিয়ে । কিন্তু কালবৈশাখীর তাণ্ডবে মাটি থেকে উপরে সেই বৈদ্যুতিক খুঁটিগুলি । ৮ থেকে ৯ টি বৈদ্যুতিক খুঁটি পার্কের ভেতর পড়ে যায় । এর ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় পার্কের সৌন্দর্য্য । অপরদিকে রাজার বাগ , মধ্যপাড়া , সুকান্ত পল্লী ও অমর সাগর পশ্চিম পাড় ও সোনামুড়া চৌহমুনী সহ একাধিক জায়গায় রাতেই ব্যাপক জল জমে যায় রাস্তা ও ড্রেনের মধ্যে । এর ফলে বৃহস্পতিবার সকালে নাগরিকরা প্রাত: ভবনে বেরিয়ে ব্যাপক সমস্যার সম্মুখীন হয় । যেভাবে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে এর ফলে বৃহস্পতিবার বিকেলেও একই ধরনের সমস্যা সৃষ্টি হয় উদয়পুর শহর লাগুয়া বিভিন্ন গ্রামীণ এলাকা গুলিতে । একদিকে তীব্র গরম অন্যদিকে বৃষ্টি এই দুইয়ের যাতা কলে পড়ে ব্যাপক সমস্যায় পড়েছে গোমতী জেলাবাসী ।
176
previous post