Home » গন্ডাছড়া দ্বাদশের এনএসএস ইউনিটের রক্তদান শিবির

গন্ডাছড়া দ্বাদশের এনএসএস ইউনিটের রক্তদান শিবির

by admin

প্রতিনিধি,গন্ডাছড়া ১০ এপ্রিল:- গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এন এস এস ইউনিটের উদ্যোগে ৭ দিনব্যাপী বিশেষ শিবিরের বুধবার ছিল পঞ্চম দিন। এদিন বিদ্যালয়ের সাংস্কৃতিক ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ডিসিএম ওমকার দেব, গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডঃ শ্রীমন্ত রায়, ডুম্বুরনগর বিদ্যালয় পরিদর্শক তুইসা মগ,গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল খজেন্দ্র ত্রিপুরা, বিদ্যালয়ের এনএসএস প্রোগ্রাম অফিসার ভাস্কর ঘোষ প্রমুখ। এদিন এনএসএস ছাত্র-ছাত্রীদের পাশাপাশি গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল, গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল, বিদ্যালয়ের এনএসএস প্রোগ্রাম অফিসার সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা রক্ত দান করেন। এদিন মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডঃ শ্রীমন্ত রায় উনার ৪৮ তম রক্তদান করেন। উল্লেখ্য গত ৬ এপ্রিল জাকজমক এক অনুষ্ঠানের মাধ্যমে সাত দিনব্যাপী এনএসএস বিশেষ শিবিরের শুভ সূচনা হয় এবং ১২ এপ্রিল শিবিরের সমাপ্তি ঘটবে।

You may also like

Leave a Comment