প্রতিনিধি , উদয়পুর :-
গত কিছুদিন আগে প্রসব জনিত সমস্যার কারণে উদয়পুর ছনবন তথা ১নং ওয়ার্ডের বাসিন্দা বাপ্পি দেবনাথের স্ত্রী মীরা দেবনাথ কে উদয়পুর টেপানিয়া জেলা হাসপাতাল থেকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। সঠিক সময় প্রসব না হওয়ায় বাপ্পি দেবনাথের স্ত্রী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন । ওই সময়ে বিজেপি দলীয় কার্য্যকর্তাদের সহযোগিতায় এই আশঙ্কাজনিত খবরটি অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের কাছে এসে পৌঁছায় । খবর পেয়ে রাতেই তিনি তৎক্ষণাৎ জিবি হাসপাতালে ছুটে গিয়ে তার চিকিৎসা বিষয়ে ডাক্তারদের সাথে আলাপ আলোচনা করে সুচিকিৎসার বন্দোবস্ত করার জন্য চিকিৎসকদেরকে পরামর্শ দেন। উনার পরামর্শ ক্রমে জি বি হাসপাতালের ডাক্তাররা তার চিকিৎসা পরিষেবা শুরু করে। পরবর্তী সময় মীরা দেবনাথ এক ফুটফুটে ছেলে সন্তানের জন্মদেন।
বর্তমানে তার নাম দেওয়া হয়েছে
রিসিত দেবনাথ (বয়স ২৬ দিন)।
সোমবার সকালে ছনবন এলাকায় দলীয় কার্যক্রমে গিয়ে হঠাৎ তাদেরকে দেখতে পেয়ে তিনি আনন্দিত হয়ে ওই ছোট শিশুটির এবং তার মায়ের চিকিৎসা জনিত বিষয়ে খোঁজ-খবর নেন, পরবর্তী সময়ে যাতে মা ও সন্তানের শারীরিক অবস্থার অবনতি না হয় তার জন্য নিজ উদ্যোগে আরবিএসকে তরফ থেকে একটি মেডিকেল টিম তাদের বাড়িতে পাঠানোর নির্দেশ দেন তাদের দেখভাল করার জন্য। মন্ত্রীর এই নির্দেশ পেয়ে মুহূর্তের মধ্যে ছুটে আসে মেডিকেল টিম । খোঁজখবর নেই সদ্য জন্ম হওয়া শিশুটির । অর্থমন্ত্রীর এই ধরনের উদ্যোগ গোটা উদয়পুর শহরের শিক্ষিত মহল থেকে শুরু করে বিভিন্ন মহলে প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে । একই সাথে ঐ এলাকার বাসিন্দা রাজু সুত্রধরের মেয়ে রেশমা সূত্রধর(বয়স ১০ বছর) দিব্যাঙ্গ হওয়ার কারনে চলাফেরা করতে অক্ষম তাদের বাড়িতেও চিকিৎসকদের পাঠিয়েছেন অর্থমন্ত্রী ।