Home » নির্বাচনী প্রচারে নামলেন গোমতী ত্রিপুরা অটো রিক্সা মজদুর সংঘ

নির্বাচনী প্রচারে নামলেন গোমতী ত্রিপুরা অটো রিক্সা মজদুর সংঘ

by admin

প্রতিনিধি , উদয়পুর :-

গোমতী ত্রিপুরা অটো রিক্সা মজদুর সংঘের উদ্যোগে সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এক অটো র‍্যালি বের হয় গোটা উদয়পুর মহকুমা। এদিন সকাল থেকে গোমতী ত্রিপুরা অটো রিক্সা মজদুর সংঘের আওতাধীন ১৫ টি ব্রাঞ্চের দুই হাজারের উপর অটো রিক্সা প্রথমে জমায়েত হয় উদয়পুর কেবিআই ময়দানে । পরে বিএমএসএর পতাকা নাড়িয়ে অটো রিক্সা র‍্যালির শুভ সূচনা করেন ভারতীয় মজদুর সংঘের গোমতী জেলা সভাপতি গৌতম দাস । এছাড়া র‍্যালিতে অংশ নেন গোমতী ত্রিপুরা অটো রিক্সা মজদুর সংঘের সভাপতি মুকতুল হোসেন , সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার ও টিআরকেএসএর জেলা সম্পাদক বিপ্লব বিজয় দে ও রাজ্য মিডিয়া সেলের ইনচার্জ দিগ্বিজয় ভাওয়াল সহ প্রমূখ। এদিন অটো র‍্যালিতে ভাষণ রাখতে গিয়ে বিএমএস এর জেলা সভাপতি বলেন , বর্তমান রাষ্ট্রবাদী সরকারের উন্নয়নের সাথে রয়েছে গোমতী জেলা বিএমএস। তিনি বলেন , ১৯শে এপ্রিল লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এই পশ্চিম ত্রিপুরা আসনে। এই কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে আজকের এই অটো র‍্যালি। পাশাপাশি বর্তমান রাজ্য সরকার যে সকল উন্নয়ন করেছে সে সকল উন্নয়নকে মানুষের সামনে নিয়ে যাওয়া এবং এই বার্তা অটো রিক্সা র‍্যালির মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই র‍্যালি বের করা হয়েছে উদয়পুর শহরে । এদিন দুপুরে র‍্যালিটি উদয়পুর শহরসহ , মাতাবাড়ি , কাঁকড়াবন ও বাগমা এলাকায় র‍্যালিটি পরিক্রমা করে পুনরায় উদয়পুর কেবিআই ময়দানে এসে সমাপ্তি হয় । এদিন যেভাবে ২০২৩ এর বিধানসভা নির্বাচনে র‍্যালি সংগঠিত করেছিল গোমতী জেলা অটো রিক্সা মজদুর সংঘ । ঠিক একই ভাবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই অটো রিক্সা র‍্যালি সংগঠিত করা হয়েছে গোমতী জেলা অটো রিক্সা মজলুর সংঘের উদ্যোগে । এই র‍্যালিকে কেন্দ্র করে ব্যাপক সাড়া ফেলেছে গোটা উদয়পুর জুড়ে ।

You may also like

Leave a Comment