ধর্মনগর প্রতিনিধি।
রাস্তার দাবীতে রাজ্যজুড়ে যে আন্দোলন চলছে তার মধ্যে একটা বৃহৎ আন্দোলন শুরু হয়েছে বুধবার থেকে ঢ়ুপিরবন্দ গ্রাম পঞ্চায়েতের লাল ছড়া স্কুল প্রাঙ্গণে। এই রাস্তার উপর প্রায় দুই হাজার পরিবার প্রতিদিন যাতায়াত করে এবং তাদের রুজি রুটির জন্য নির্ভরশীল।
দীর্ঘদিনের রাস্তা সংস্কারের সমস্যা সমাধান করার আশ্বাস দিয়ে তা রাখেনি শাসক দলের নেতৃত্বরা অবশেষে আজ বাধ্য হয়ে পথ অবরোধে শামিল এলাকাবাসীরা। ঘটনার বিবরণও জানা যায় যুবরাজনগর বিধানসভার লালছড়া গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ড এলাকায় লালছড়া মোটরস্ট্যান্ড থেকে আসাম আগরতলা জাতীয় সড়কের উপ্তাকালী পর্যন্ত রাস্তার বেহাল দশা। স্থানীয় গ্রামের প্রধান রাস্তার এক ধারে মাটি ফেলে উচুঁবাঁধ তৈরি করেছে আর অপর দিকে স্থানীয় একটি বাড়ি রাস্তার জল নিষ্কাশনের ড্রেইন আটকে দিয়েছে এর ফলে এই রাস্তায় জল জমে বিশাল জলাশয়ের রূপ নিয়েছে। কয়েকদিনের বৃষ্টিতে এই রাস্তার মধ্যে কোমর জল জমে আছে। এর ফলে স্থানীয় এলাকাবাসীদের পথ চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে আছে। তাই এই রাস্তার জল নিষ্কাশনের পাশাপাশি রাস্তা সংস্কারের দাবি নিয়ে বুধবার সকাল ১০ টা থেকে স্থানীয় এলাকাবাসীরা মিলে লালছড়া থেকে ধর্মনগর যাওয়ার মূল সড়কের উপর পথ অবরোধে শামিল হয়। এলাকাবাসীদের দাবি যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ করা হচ্ছে ততক্ষণ অবরোধ চালিয়ে যাবেন। সকাল থেকে অবরোধ শুরু করে দুপুর গড়িয়ে বিকাল চলে আসলেও কোন দপ্তরের কর্মকর্তারা এবং প্রশাসনের নেতা-নেত্রীরা না আসায় রাস্তার উপরে বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রয়োজনে এই রাস্তা সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধে পর্যন্ত যেতে আগ্রহী এলাকাবাসীরা। এই অবরোধে শুধুমাত্র গ্রামবাসী নয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যারা রাস্তা কে ছোট নদী ভেবে পারাপার হচ্ছে তারাও শামিল হয়েছে কাঁধে কাঁধ মিলিয়ে। শুধুমাত্র সামান্য অবহেলার কারণে সমস্ত রাস্তার কাজ সম্পন্ন হলেও এই রাস্তার কাজ দীর্ঘদিন ধরে বিকল হয়ে মানুষের দুর্দশার আদ্য শ্রাদ্ধ চলছে।
অনির্দিষ্ট কালের জন্য শুরু হয়েছে রাস্তা অবরোধ, দপ্তর এবং নেত্রী স্থানীয়রা নির্বিকার।
137