Home » মোহনপুরে অবৈধ গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পেল পুলিশ

মোহনপুরে অবৈধ গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পেল পুলিশ

by admin

প্রতিনিধি মোহনপুর:- গোপন খবরের ভিত্তিতে অবৈধ গাঁজা বিরোধী অভিযান চালিয়ে দারুন সাফল্য পেয়েছে সিধাই থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে মোহনপুরের এসডিপিও ডঃ কমল বিকাশ মজুমদারের নেতৃত্বে চলে এই অভিযান। অভিযানে ১১৭ কিলো অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। এই দিন গাঁজার পাশাপাশি এই অবৈধ গাঁজা মজুদের সাথে জড়িত থাকার দায়ে রণবীর দেববর্মা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে সুরেন্দ্রনগরের তুইসাপুকুর এলাকায় চলে এই অভিযান। জানা গেছে দীর্ঘদিন যাবত গাঁজা চাষের সাথে জড়িত অভিযুক্ত এবং তার পরিবার। সুযোগ বুঝে উৎপাদন করা এই গাঁজা বিক্রির উদ্দেশ্যে মজুদ করে রেখেছিল বিকাশ মজুমদার। এই ঘটনাকে কেন্দ্র করে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই গাঁজা বিরোধী অভিযানে পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও অংশ নিয়েছিল।

You may also like

Leave a Comment