Home » কালবৈশাখীর ঝড়ে অমরপুরে বিপর্যস্ত জনজীবন, স্তব্দ যান চলাচল

কালবৈশাখীর ঝড়ে অমরপুরে বিপর্যস্ত জনজীবন, স্তব্দ যান চলাচল

by admin

প্রতিনিধি, গন্ডাছড়া ৩১ মার্চ:- রবিবার সকালের বৃষ্টিতে অমরপুর মহকুমা এলাকায় বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। মহকুমার বিভিন্ন জায়গায় রাস্তায় ধ্বস পড়ে স্তব্দ হয়ে পড়ে যানবাহন চলাচল। অমরপুর গন্ডাছড়া সড়কের বাবুসাই এলাকায় বিশাল এক গাছ ভেঙে পড়ে বৈদ্যুতিক খুঁটির উপর। যার ফলে অমরপুর গন্ডাছড়া সড়কে সকাল দিকে স্তব্দ হয়ে পড়ে যান চলাচল। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা অমরপুর পূর্ত দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে সেখানে ছুটে যায় এবং রাস্তা থেকে গাছ সড়িয়ে দিলে দুপুরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এদিকে অমরপুর শহরের বিভিন্ন স্থানে গাছ ভেঙে বৈদ্যুতিক তারের উপর পড়ে তার ছিড়ে যায়। ফলে দিনভর বিদ্যুৎহীন ছিল গোটা মহকুমা। বিদ্যুৎ না থাকার ফলে যানবাহন চালকরা পেট্রোলপাম্প থেকে এদিন জ্বালানি সংগ্ৰহ করতে পাড়েনি, ফলে পেট্রোলপাম্প গুলোতে যানবাহনের লম্বা লাইন পড়ে যায়। সন্ধ্যার পর বিদ্যুৎ লাইন সাড়াই হওয়ার পর অমরপুর মহকুমায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়।

You may also like

Leave a Comment