প্রতিনিধি, গন্ডাছড়া :- আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের দুই নম্বর হলে শনিবার’ভোটার সচেতনতা’ ও ‘স্বচ্ছতা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজক রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের অন্তর্গত স্টেট্ এন এস এস সেল। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের অধিকর্তা এস বি নাথ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দপ্তরের সহ অধিকর্তা তথা স্টেট এন এস এস অফিসার প্রবাল কান্তি দেব। সেখানে ভোটার সচেতনতা বিষয়ক সেমিনারে আলোচনা করেন ত্রিপুরার অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক উষা জেন মগ। তিনি ভোটদানের গুরুত্ব, ভোটদান প্রক্রিয়া সহ ভোটের বিভিন্ন দিক নিয়ে ছাত্রছাত্রীদের সচেতন করেন।পরবর্তী পর্যায়ে স্বচ্ছতা বিষয়ক সেমিনারে আলোচনা করেন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের সাউথ জোনের এসিস্ট্যান্ট মিউনিসিপাল কমিশনার রামেশ্বর চক্রবর্তী। তিনি স্বচ্ছতার প্রয়োজনীয়তা এবং স্বচ্ছতার জন্য করণীয় নানা পদক্ষেপ ছাত্রীদের সামনে তুলে ধরেন। এই অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত এন এস এস প্রোগ্রাম অফিসার মলয় লস্কর ও সুমন বণিক। সঞ্চালনায় ছিলেন গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এন এস এস প্রোগ্রাম অফিসার ভাস্কর ঘোষ । অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়,কলেজ ও বিদ্যালয়ের চারশতাধিক এন এস এস স্বেচ্ছাসেবী ও প্রোগ্রাম অফিসার অংশগ্রহণ করেন।
85
previous post
গাবর্দিতে বিজেপি মথা যৌথ মিছিল
next post