ধর্মনগর প্রতিনিধি।
২৭ মার্চ অর্থাৎ বুধবার ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতিভবনে বিশ্বনাট্য দিবস মহা ধুমধাম সহকারে পালিত হল। এই অনুষ্ঠানের শুরুতেই নাট্য জনের পদযাত্রা এবং শিশুদের যেমন খুশি তেমনি সাজো প্রতিযোগিতার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সন্ধ্যা ছয়টায় শুভ উদ্বোধন পর্ব সম্পন্ন হয়। লোকসভা নির্বাচনের ডামাডোল বেজে যাওয়ায় রাজনৈতিক নেতাদের ব্রাত্য রেখে অনুষ্ঠান-পর্ব সম্পন্ন হয়। উদ্বোধনী পড়বে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ভীষ্ম গুপ্ত, বর্তমান নাট্য প্রতিভা সুমিত নাথ চৌধুরী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমর চক্রবর্তী। এই অনুষ্ঠানে ভীষ্ম গুপ্তকে বিশেষ নাট্য ব্যক্তিত্ব হিসেবে পুরস্কৃত করে ভূষিত করা হয়। শিশুদের যেমন খুশি সাজার প্রতিযোগিতায় শিশুরা এমন করে রংবেরঙের পোশাকে সজ্জিত হয়ে মঞ্চে উপস্থিত হয় যা উপস্থিত দর্শকদের মন জুড়িয়ে দেয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয় শিশুদের প্রথম নাটক গোপালের বুদ্ধি। সাতটায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক ঐক্যমঞ্চের অনু নাটক। সন্ধ্যা সাড়ে সাতটায় একা নাটক চিকন সুতার বাঁধন মানুষের মন জয় করে নেয়। সাড়ে আটটায় পথিক ড্রামা সোসাইটির চলচ্চিত্র প্রদর্শনী ডুবুরি প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
ধর্মনগরে বিশ্ব নাটক দিবস পালিত হলো অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতিভবন এ।
ধর্মনগরে বিশ্ব নাটক দিবস পালিত হলো অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতিভবন এ।
193