প্রতিনিধি,গন্ডাছড়া :- গন্ডাছড়া এম.আর দাস পাড়ায় বিদ্যুৎ পরিষেবা গত পাঁচ দিন যাবত বিপর্যস্ত। শনিবার সকালে এলাকার মানুষ সঙ্ঘবদ্ধ হয়ে বিদ্যুৎ অফিসে গিয়ে অভিযোগ জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়। ঘটনার বিবরনে জানা যায় গত মঙ্গলবার সন্ধ্যা রাতে পিছলি গাছ বাজার সংলগ্ন বৈদ্যুতিক ট্রান্সফরমারটি বিকল হয়ে পড়ে। সাথে সাথে পিছলি গাছ বাজার সহ তার আশপাশ এম আর দাস পাড়া এবং জয় কিশোর পাড়া এলাকায় অন্ধকার নেমে আসে। ট্রান্সফরমার’টি সারাই করার জন্য গন্ডাছড়া মহকুমার বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা ফিডকো কোম্পানির কর্মকর্তাদের জানিয়েও কোন কাজ হচ্ছিল না। তাই বাধ্য হয়ে এলাকার মানুষ শনিবার সকাল ১১’টা নাগাদ বিদ্যুৎ অফিসে গিয়ে সিনিয়র ম্যানেজারের সঙ্গে দেখা করেন। পরে ম্যানেজার বাবু এলাকাবাসীদের আশ্বাস দেন আমবাসা থেকে আজই নতুন ট্রান্সফরমান আনা হচ্ছে এবং আজকের মধ্যেই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হয়। সিনিয়র ম্যানেজারের কাছ থেকে এহেন আশ্বাস পেয়ে এলাকাবাসীরা শান্ত হয়। এলাকাবাসীরা এও জানান সন্ধ্যার আগে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা না হলে আগামী দিনে ফিডকোর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে। অবশেষে সন্ধ্যা নাগাদ বিদ্যুৎ পরিসেবা চালু হয়। সিনিয়র ম্যানেজার কথা দিয়ে কথা রাখলেন তাতে খুশি এলাকার সাধারণ মানুষ। এদিকে গত পাঁচ দিন যাবত বিদ্যুৎ না থাকায় গোটা এলাকায় পানীয় জলের মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি প্রচন্ড এই গরমে মানুষের নাভিশ্বাস হয়ে উঠে।
এম আর দাস পাড়ায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক, খুশি এলাকাবাসী
106