প্রতিনিধি কৈলাসহর:-আজ কৈলাসহর পুর পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় জেলাভিত্তিক মিডিয়া সংবেদনশীলতা বিষয়ক কর্মশালা।কর্মশালার আয়োজন করে জেলা যক্ষা নিবারণী সমিতি।অনুষ্ঠানে সাংবাদিক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা টিবি অফিসার ডা: সুভাষ বড়ুয়া,সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার অনুরাজ সাহা ও অমিত দেবনাথ।কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে ডা: সুভাষ বড়ুয়া বলেন টিবি মুক্ত ভারত গড়ার লক্ষ্যে জোরকদমে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি।দেশ জিতবে টিবি হারবে,একইভাবে ত্রিপুরা জিতবে টিবি হারবে এই স্লোগান নিয়েই এগিয়ে চলেছে স্বাস্থ্য দপ্তর।ঊনকোটি জেলায় এই মুহূর্তে ১০১ জন টিবি রোগী রয়েছেন।তারমধ্যে ৫৩ জন কৈলাসহর মহকুমার। আক্রান্তদের মধ্যে বেশীরভাগই ৩৫-৪৯ বয়সের বলে জানা যায়।চলতি বছরে ১৮ বছরের উর্ধ্বে এবং ৬০ বছরের নীচে ৪৪৩ জনকে ৫টি ধাপে টিবি রোগের ভ্যাকসিনেশন করা হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়।
143
previous post