Home » খেলো ধর্মনগর প্রতিযোগিতার কবাডিতে ধর্মনগর প্রেস ক্লাব পরপর চারটি ম্যাচে জয়ী হয়ে সবার নজরে।

খেলো ধর্মনগর প্রতিযোগিতার কবাডিতে ধর্মনগর প্রেস ক্লাব পরপর চারটি ম্যাচে জয়ী হয়ে সবার নজরে।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
জমে উঠেছে খেলো ধর্মনগর প্রতিযোগিতা। যতদিন যাচ্ছে প্রতিযোগিতা ততই জমে উঠেছে। আবাল বৃদ্ধ বণিতা বিশেষ করে যুব সমাজ যারা সন্ধ্যার পর কালিবাড়ি দীঘির পাড়ে আড্ডা আর মোবাইল নিয়ে দিন কাটাতো তারা এখন এইসব ছেড়ে দিয়ে সবাই ভিড় জমাচ্ছে খেলো ধর্মনগরের প্রতিযোগিতা গুলি দেখতে। শনিবার ধর্মনগর প্রেসক্লাবের সাথে কবাডিতে উত্তেজনাপূর্ণ খেলায় ধর্মনগর প্রেসক্লাব জয়ী হয়। প্রথমার্ধে ধর্মনগর প্রেসক্লাব ৩০–১৩ তে এগিয়েছিল, দ্বিতীয়ার্ধে যখন খেলা শেষ হয় তখন ধর্মনগর পঞ্চাশ ত্রিশ পয়েন্টে জয় লাভ করে। এই উত্তেজনা পূর্ণ খেলায় রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এবং পুরো পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ সরকার দুই দলের খেলোয়াড়দের পরিচিত হন। উল্লেখ্য আজকের এই কবাডি ম্যাচ অনেকটা ভারত পাকিস্তানের ম্যাচের মত উত্তেজন্ম পূর্ণ ছিল। প্রেস ক্লাবের দলকে সকলে সমর্থন করে অন্যদিকে বয়েজ ক্লাব সবসময় বাহুবাল দেখাতে গিয়ে তাদের পেছনে সাধারণ মানুষের সমর্থন প্রায় নেই বললেই চলে। এই নিয়ে পরপর চারটি ম্যাচে জয়লাভ করে ধর্মনগর প্রেসক্লাবের কবাডির দল সকলের শীর্ষ নজরে রয়েছে।

You may also like

Leave a Comment