প্রতিনিধি, বিশালগড়, ৩১ জানুয়ারি।। নির্বাচনী প্রচারের সংবাদ পরিবেশন, পোলিং সেন্টারের ছবি ভিডিও গ্রহণ ইত্যাদি বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করেন সিপাহীজলা জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক ড. সন্দীপ আর রাঠোর। মঙ্গলবার বিকালে জেলা শাসকের মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জেলা শাসক ড. রাঠোর জানান সংবাদ পরিবেশন সহ সংবাদ সংগ্রহের ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের নির্দিষ্ঠ গাইডলাইন রয়েছে। এগুলি মানতে হবে। ১৪ ফেব্রুয়ারী বিকাল পাঁচটার পর থেকে নির্বাচনী প্রচারের সংবাদ পরিবেশন করা যাবে না। পক্ষপাতিত্ব সংবাদ পরিবেশন করা যাবে না। ভোট গ্রহনের দিন পোলিং সেন্টারের সংবাদ সংগ্রহ করতে বৈধ অনুমতি নিতে হবে। যানবাহনের অনুমতি নিতে হবে। তিনি জানান সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে। জেলার নয়টি বিধানসভার ৪৭৬ টি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। আরও পঞ্চাশ শতাংশ কেন্দ্রীয় বাহিনী আসবে। প্রতিটি সড়কে এখন থেকেই নাকা চ্যাকিং চলছে। এর ভিডিওগ্রাফি হচ্ছে। ৮৫ বছরের ওপর বয়স্ক নাগরিক এবং চলাফেরায় অসমর্থ দিব্যাঙ্গদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনী আধিকারিকেরা রাজনৈতিক দলের পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোট নেবেন। এতেও গোপনীয়তা বজায় রাখা হবে। জিরো পোল ভায়োলেন্স সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন জেলা শাসক।
128