Home » কল্যাণপুরে বন্য হাতির তাণ্ডব নিয়ে পাকা ধান ক্ষতিগ্রস্ত কৃষকরা

কল্যাণপুরে বন্য হাতির তাণ্ডব নিয়ে পাকা ধান ক্ষতিগ্রস্ত কৃষকরা

by admin

নিজস্ব প্রতিনিধি কল্যাণপুর…..

কল্যাণপুরে রাতের আঁধারে বন্য হাতির আক্রমণ এটা নতুন কোন ঘটনা নয়। দাঁতাল বন্য হাতির তাণ্ডবে দিশেহারা কল্যাণপুর বনদপ্তর আওতাধীন দক্ষিণ গিলাতলী গ্রাম পঞ্চায়েতের বাগবের গ্রামের মানুষ। গ্রামের মানুষ অভিযোগ করে জানায় অন্যান্য দিনের মতো গতকাল রাত আনুমানিক 2 টা নাগাদ হাতির তাণ্ডব লীলা চালায়। চারটি বাড়িতে তান্ডব লীলা চালিয়ে ধান চাল সহ বিভিন্ন জিনিস নিয়ে যায় বন্য হাতির দল। গতকাল রাতে চারটি বাড়ি তথা হর কুমার দাস, বিলাসী দাস ,পরেশ দাস, এবং নিরঞ্জন দাসের বাড়িতে তাণ্ডব লীলা চালায় বলে অভিযোগ। তারা অভিযোগ করে জানায় বন্য হাতির দল যখন আসে তখন বনদপ্তরকে খবর দিলেও অনেক সময়ের পর তাদের আগমন হয়। কোন সময় আবার বনদপ্তরের কর্মীরা বাজি ফটকা ফাটান। তারা অভিযোগ করে জানায় যাতে সরকারি সাহায্য পাওয়া যায়। যদি না পাওয়া যায় তাহলে এমনি মরে যাবে। অনেকেই অভিযোগ করে জানায় হাতির তাণ্ডব থেকে বাঁচার জন্য এলাকার মানুষদের আগে মারতে হবে তারপর বন্য হাতিদের। অন্যদিকে বনদপ্তরের ইন্সপেক্টর মোহাম্মদ ফিরোজ খান জানান বনদস্যুর া বনের গাছপালা কেটে দেওয়ার ফলে হাতীরা খাওয়ার জন্য লোকালয়ে এসে পড়ে। মানুষের ক্ষতিগ্রস্ত হয়। এটা তারাও জানেন। ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে কল্যাণপুরের বনদপ্তর। এদিকে এলাকার ক্ষতিগ্রস্তরা জানান, আর কত হাতির আক্রমণ। এখন আর সহ্য হয় না। এরকমভাবে ঘর থেকে ধান নিয়ে গেলে কার সহ্য হবে বলুন তো। অনেক কষ্ট করে রোদ গাম মাথায় নিয়েই ফসল করতে হয়। তার মধ্যে যদি হাতিরা এরকম একের পর এক আক্রমণ চালায়, আমরা কি করে ভাত খাব কোথায় যাব। গত বছরও এই এলাকায় একজন লোককে মেরে পেয়েছিল বন্য হাতিরা। বন দপ্তরের ভূমিকা নিয়ে একরাশ খুব উপড়ে দিলেন আমজনতা। এলাকার মানুষ চাইছেন এই হাতির আক্রমণ থেকে বাঁচতে স্থায়ী সমাধান।

You may also like

Leave a Comment