প্রতিনিধি ধর্মনগর,, ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর অধীনস্থ মাই ভারত (নেহরু যুব কেন্দ্র) উত্তর ত্রিপুরার উদ্যেগে পাঁচদিন ব্যাপী Inter Exchange Youth Programme এর শুভ সূচনা হল বৃহস্পতিবার। ৩০শে জানুয়ারি বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলার জেলাসদর ধর্মনগর শহরের রাজবাড়ীস্থিত হিতাসাধানী কোপারেটিভ প্রাঙ্গণে এটির শুভ উদ্বোধন হয়। এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উওর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অপর্না নাথ । তৎসঙ্গে এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উওর ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, জেলা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার দীপক হালদার , উত্তর ত্রিপুরা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধিকর্তা বিভাবসু গোস্বামী,রাজ্য অধিকর্তা বিমল কুমার পাঠিক, নেহরু যুব কেন্দ্র সংঘঠন, ত্রিপুরা। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহ সভাধিপতি ভবতোষ দাস। ধন্যবাদসুচক বক্তব্য রাখেন কুনাল গৌতম জেলা যুব আধিকারিক, উত্তর ত্রিপুরা। সিকিম রাজ্যে থেকে আগত ২৬জন স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবীকারা এই অনুষ্ঠানে অংশগ্ৰহন করেছে। এই অনুষ্ঠানটি ৩০ জানুয়ারী থেকে ৩রা ফেব্রুয়ারি ২০২৫ ইং পর্যন্ত চলবে।
উত্তর ত্রিপুরার উদ্যেগে পাঁচদিন ব্যাপী Inter Exchange Youth Programme এর শুভ সূচনা
by admin
written by admin
112
previous post