শান্তির বাজার প্রতিনিধি: মনু ইয়ুথ সোসাইটি প্রতিনিয়ত নানান সামাজিক কর্মসূচী করে যাচ্ছে। এরইমধ্যে এই সোসাইটির উদ্দ্যোগে শান্তির বাজার মহকুমার কচিকাঁচা শিশুদের নিয়ে অনুষ্ঠীত করাহয় শিশুমেলা। অন্যান্যবছরেরন্যায় এইবছরও মনু ইয়ুথ সোসাইটির উদ্দ্যোগে তৈকর্ম স্কুল সংলগ্ন এলাকায় শিশু মেলা ও ফুড ফেষ্টিবেলের আয়োজন করাহয়। দুইদিনব্যাপী চলবে এইমেলা। প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে আজকের অনুষ্ঠানের শুভসূচনা করলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। মন্ত্রীর পাশপাশি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তির বাজার পুর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, বিশিষ্ট সমাজসেবী দেবাশিষ ভৌমিক সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্যরাখতে গিয়ে বক্তারা মনু ইয়ুথ সোসাইটির উদ্দ্যোগে এইধরনের অনুষ্ঠান আয়োজনকরাতে সকলে সাধুবাদ জানান। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্যশেষে ক্ষুদে শিশুদেরনিয়ে বিভিন্নপ্রকারের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করাহয়। মনু ইয়ুথ সোসাইটির উদ্দ্যোগে আয়োজিত আজকের এই মেলায় বগাফা ব্লকের অধীনে বিভিন্ন স্ব সহায়ক দলের সদস্যরা বিভিন্ন প্রকারের পিঠাপুলি নিয়ে নিজেদের ষ্টল সাজিয়ে তুলেন। দুইদিনের এই মেলাকে কেন্দ্রকরে মহকুমার বিভিন্নপ্রান্তথেকে ব্যাপকহারে লোকসমাগমঘটে।
10
previous post