প্রতিনিধি, বিশালগড় , ৩০ জানুয়ারি।। দুই দিনের
সিপাহীজলা জেলাভিত্তিক বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতিঘরে সুশাসন মেলার শুভারম্ভ হয় । মঙ্গলবার সিপাহীজলা জেলাশাসক অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। এছাড়া ছিলেন সহকারী সভাধিপতি পিন্টু আইচ, বিশিষ্ট সমাজসেবক গৌরাঙ্গ ভৌমিক, সিপাহীজলা জেলাশাসক নাগেস কুমার বি , অতিরিক্ত জেলা শাসক জয়ন্ত দে প্রমুখ। ভাষণে মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন এক সময় সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য মিটিং মিছিলে হাঁটতে হতো । আজ সরকার মানুষের কাছে পৌঁছে গিয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা সব অংশের মানুষ যাতে অতি সহজেই ভোগ করতে পারেন তার জন্য দেশের প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প যাত্রা কার্যক্রম হাতে নিয়েছেন। দেশের সকল অংশের মানুষের কল্যাণের মাধ্যমে বিকশিত ভারত গড়ার সংকল্প বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে সরকার। জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বলেন মহিলাদের হাতে রোজগার দিয়েছে বিজেপি। মহিলাদের সামাজিক সম্মান দিয়েছে বিজেপি। এদিন বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের হাতে সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেন অতিথিরা। দুই দিন ধরে চলবে বিকশিত ভারত সংকল্প যাত্রা। দুই দিন ব্যাপি বিকশিত ভারত সংকল্প যাত্রার প্রথম দিনেই ব্যপক উৎসাহ উদ্দীপনা এবং মানুষের উপস্থিতি ছিল লক্ষনীয়।
বিশ্রামগঞ্জে জেলা ভিত্তিক বিকশিত সংকল্প যাত্রা অনুষ্ঠিত
109