Home » নতুন খোয়াই জেলা হাসপাতাল তৈরির লক্ষ্যে একাধিক দপ্তরের সঙ্গে রাজ্য স্বাস্থ্য অধিকর্তার বৈঠক।

নতুন খোয়াই জেলা হাসপাতাল তৈরির লক্ষ্যে একাধিক দপ্তরের সঙ্গে রাজ্য স্বাস্থ্য অধিকর্তার বৈঠক।

by admin

কোন ধরনের পরিকাঠামো ছাড়াই ২০১২ সালের জানুয়ারি মাসে তৎকালীন সরকার খোয়াই মহকুমা হাসপাতালকে জেলা হাসপাতালে রূপান্তরিত করে।এরপর থেকে খোয়াই জেলা হাসপাতালকে প্রকৃত জেলা হাসপাতালের রূপ দিতে ১১ বছর কেটে গেলেও আজও হাসপাতালের প্রকৃত পরিকাঠামোই গড়ে ওঠেনি। বহুবার স্থানীয় জনপ্রতিনিধি, জেলা প্রশাসন, স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, পূর্ত আধিকারিকদের নিয়ে বৈঠকে এর কোন সুরাহা হয়নি। নতুন জেলা হাসপাতাল তৈরির প্রথম বাধা হয়ে দাঁড়ায় জায়গা নির্ণয় নিয়ে।
একটি জেলা হাসপাতাল তৈরি করতে যতটুক জায়গা দরকার সেই জায়গা বর্তমান খোয়াই জেলা হাসপাতালে চত্বরে নেই। আর এরপরেই বিকল্প জায়গা দেখার কাজ শুরু হয়। খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, তৎকালীন জেলাশাসক, মহকুমা শাসক এবং স্থানীয় তহশীলদারের সাহায্যে একটি জায়গা নির্ণয় করা হয় ধলাবিল চা বাগান এলাকায়। জায়গা নির্ণয় মোটামুটি ঠিকঠাক হয়ে গেলেও এই নিয়ে স্থানীয় নেতৃত্বরা দ্বিধা বিভক্ত হয়ে পড়ে।একটি অংশ চাইছেন বর্তমান জেলা হাসপাতালেই হোক নতুন জেলা হাসপাতালের দালান বাড়ি। অন্যদিকে অন্যরা চাইছিলেন জেলা হাসপাতাল সম্পূর্ণরূপে নতুনভাবে ধলাবিলে হোক। আর এই টানাটানিতে জেলা হাসপাতাল তৈরীর জায়গা নির্ণয়ের যে সূচনা সেই সূচনা গত তিন বছর ধরে ঝুলছে। শুক্রবার দুপুরে এই সমস্যা সমাধানের লক্ষ্যে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা রাজ্যের মুখ্য ডিজাইনার, পূর্ত বাস্তুকারদের নিয়ে খোয়াই হাসপাতালের মেডিকেল সুপার এর কক্ষে একটি বৈঠক করেন। বৈঠকে আলোচনার পর দেখা গেছে ১৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল তৈরির জন্য ১৫ থেকে ২০ একর জায়গার প্রয়োজন। সে জায়গা খোয়াই জেলা হাসপাতাল চত্বরে নেই। বিকল্প জায়গায় হিসেবে অন্যত্র স্থানে যাবার সিদ্ধান্ত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার সুপ্রিয় মল্লিক, ডিজাইন ইঞ্জিনিয়ার সুবীর চৌধুরী, বাস্তুকার সঞ্জীবন দত্ত, মেডিকেল সুপার মৃদুল দাস, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার নির্মল সরকার, স্থানীয় পূর্ত আধিকারিক এবং মহকুমা প্রশাসনের একজন ডিসিএম সহ অন্যান্য আধিকারিকরা। এক সাক্ষাৎকারে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা জানিয়েছেন, রাজ্য স্বাস্থ্য দপ্তর চাইছেন রাজ্যের স্বাস্থ্য ও চিকিৎসা পরিষেবার উন্নয়নের লক্ষ্যে খোয়াই জেলাতেও কাজ শুরু করতে। সরকারিভাবে জায়গা নির্ণয় হলে শুরু হবে নতুন জেলা হাসপাতাল নির্মাণের কাজ। বৈঠক শেষে রাজ্য স্বাস্থ্য অধিকত্তা বর্তমান খোয়াই জেলা হাসপাতালটি পরিদর্শন করেন এবং সেখানকার চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সাথে কথা বলেন।

You may also like

Leave a Comment