Home » নবীন ছাত্র-ছাত্রীদের বরণ করা হলো।

নবীন ছাত্র-ছাত্রীদের বরণ করা হলো।

by admin

প্রতিনিধি, তেলিয়ামুড়া।
নবীন ছাত্র-ছাত্রীদের আজ বরণ করা হলো তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়। নবীন ছাত্র-ছাত্রীদের বড়ন উপলক্ষে আজ তেলিয়ামারা টাউন হল চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বেলা বারোটায়
মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভার বিধায়িকা শ্রীমতি কল্যাণী সাহা রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের পুর পিতা রূপক সরকার, সহ পিতা মধুসূদন রায় মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা ,তেলিয়ামুড়া মহাবিদ্যালয় এর অধ্যক্ষ ডক্টর মিহির পাল সহ অন্যান্যরা। অনুষ্ঠানের উদ্বোধন করে
উদ্বোধক এর বক্তব্য রাখতে গিয়ে মুখ্য সচেতক শ্রীমতি কল্যাণী সাহারায় বলেন, শুধুমাত্র পড়াশোনাতেই নয় সমাজের একজন প্রকৃত মানুষ হিসেবে সব সময় মানুষের পাশে দাঁড়াতে তিনি ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান রাখেন। আজকের ছাত্রছাত্রী রাই আগামী দিনের রাজ্যের ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ। ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে শ্রীমতি রায় আরো বলেন শুধুমাত্র পড়াশোনা করলে হবে না পড়াশুনার সাথে সাথে সামাজিক দায়বদ্ধতার ও আবেদন রাখেন।
পরবর্তীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

You may also like

Leave a Comment