প্রতিনিধি, বিশালগড়, । বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় বসতঘর। ঘটনাটি ঘটে রবিবার মধ্যরাতে বিশালগড় নেতাজিনগড়ে। অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় অসিত সাহার একটি ঘর। এই ঘরে ভাড়াটিয়া ছিলেন দীপক চন্দ্র দত্ত। ঘরের কোন সামগ্রী রক্ষা করা যায়নি। তবে স্থানীয় জনতা এবং দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন বেশিদূর এগোতে পারেনি। রক্ষা পায় গোটা পাড়া। অগ্নিকান্ডের ঘটনায় এদিন রাতে সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। শিশু এবং মহিলারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। সোমবার দুপুরেও ক্ষতিগ্রস্ত পরিবারের শিশুদের চোখে মুখে আতঙ্কের ছাপ পরিলক্ষিত হয়েছে। সোমবার ক্ষতিগ্রস্ত বাড়িতে ছুটে যান স্থানীয় বিধায়ক সুশান্ত দেব। সঙ্গে ছিলেন মহকুমা শাসক বিনয় ভূষণ দাস। ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে সাক্ষাৎ করে ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য প্রদান করেন বিধায়ক সুশান্ত দেব। পরবর্তী সময়ে সরকারি আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন মহকুমা শাসক বিনয় ভূষণ দাস ।
125