বিদেশের হোটেলে মোটা বেতনের চাকরির বিজ্ঞাপন দেখে ভিসা তৈরির নামে প্রায় ৮ লক্ষ টাকা খোয়ালেন আমদাবাদের এক যুবক। তাঁর দাবি, ভিসার জন্য একটি মোবাইল অ্যাপ ডাউনলোড করতে বলেছিলেন প্রতারক। ওই অ্যাপের একটি ‘কোড’ তাঁকে জানাতেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গিয়েছে লক্ষ লক্ষ টাকা। গত বছরের ওই ঘটনায় শনিবার সাইবার পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ওই যুবক। ঘটনার তদন্তে নেমেছে আমদাবাদের সাইবার অপরাধদমন শাখা। আমদাবাদের বেসরকারি সংস্থায় কর্মরত চিরাগ শর্মা নামে এক যুবকের দাবি, গত বছরের ২৫ জুলাই সংবাদপত্রে চাকরির বিজ্ঞাপন দেখেছিলেন তিনি। তাতে আমেরিকা, ব্রিটেন এবং কানাডার হোটেলে, শপিং মলে মাসে আড়াই লক্ষ টাকা বেতনের চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ওই বিজ্ঞাপনে প্রকাশিত একটি ফোন নম্বরে যোগাযোগ করেন তিনি। সেই ফোন ধরেছিলেন এক ব্যক্তি। কানাডায় চাকরির প্রতিশ্রুতি দিয়ে পাসপোর্টের তথ্যও জেনে নেন। সেই সঙ্গে জানান, চিরাগের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ থাকতে হবে। শহরের একটি বেসরকারি ব্যাঙ্কে নতুন করে অ্যাকাউন্টও খুলতে বলেন ওই ব্যক্তি।
বিদেশে মোটা অঙ্কের চাকরির বিজ্ঞাপনী ফাঁদ, ভিসার নামে অ্যাপের মাধ্যমে গায়েব ৮ লক্ষ!
by admin
written by admin
118
next post