131
বিজেপির সঙ্গে কোনও ভাবেই আর জোট করবেন না নীতীশ কুমার। সোমবার যাবতীয় জল্পনায় জল ঢেলে নিজের অবস্থান স্পষ্ট করলেন বিহারের মুখ্যমন্ত্রী। বললেন, ‘‘মরে যাব, তবুও বিজেপির সঙ্গে জোট করব না।’’গত বছরের অগস্ট মাসে নীতীশের হাত ধরে বিহারের রাজনীতিতে পালাবদল ঘটেছে। বিজেপির সঙ্গ ছেড়ে আরজেডির সঙ্গে হাত মিলিয়ে মহাজোটের সরকারে শামিল হয়েছেন জেডিইউ নেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নীতীশ ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন বলে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতারা। এই আবহে নীতীশের জেডিইউয়ের সঙ্গে বিজেপির ‘পুনর্মিলন’ হতে পারে বলে জল্পনা ছড়িয়েছে। এই প্রসঙ্গে সোমবার নিজের অবস্থান স্পষ্ট করলেন বিহারের মুখ্যমন্ত্রী।