পাচারকালে অবৈধ কাঠ আটক করল গন্ডাছড়া বনদপ্তর। ঘটনা মঙ্গলবার রাত আনুমানিক ১১টা গন্ডাছড়া ৩৩ কেবি এলাকায়। প্রায় প্রতিদিনই গঙ্গানগর, বড়বাড়ী,জগবন্ধু পাড়া, উল্টাছড়া প্রভৃতি এলাকা থেকে বনদস্যুরা বন দপ্তরের মূল্যবান গাছ কেটে গন্ডাছড়া-আমবাসা রাস্তা ধরে পাচার করে নিয়ে যাচ্ছে।এমনি একটি সুনির্দিষ্ট খবর মঙ্গলবার রাতে আসে গন্ডাছড়া বন দপ্তরে। গোপন খবরের ভিত্তিতে বনদপ্তরের কর্মীরা গন্ডাছড়া-আমবাসা রাস্তার উল্টাছড়া এলাকায় উৎপাতে বসে থাকে। গভীর রাতে এ রাস্তা ধরে দ্রুত বেগে একটি গাড়ি গন্ডাছড়ার দিকে যাচ্ছে দেখে বনদপ্তরে কর্মীরা গাড়িটিকে থামানোর জন্য সিগন্যাল দিলে চালক উল্টো দ্রুত গতিতে পালিয়ে যায়। পরে বনদপ্তরে কর্মীরা পিছনে ধাওয়া করে গন্ডাছড়া ৩৩ কেবি এলাকা থেকে গাড়িটি আটক করে গন্ডাছড়া বন দপ্তরে নিয়ে আসে। বনদপ্তরের এক আধিকারিক জানান চালক পালিয়ে গেলেও বন দপ্তরের কর্মীরা কাঠ বোঝাই গাড়ি আটক করতে সক্ষম হয়। আটককৃত গাড়ির নাম্বার টি আর ০১ জেড ১৫০৫ এবং কাঠের বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা বলে তিনি জানান।
131
previous post