Home » কালীঘাটে উপরাষ্ট্রপতি হওয়ার পরকালীঘাটে পুজো দেন  ধনখড়

কালীঘাটে উপরাষ্ট্রপতি হওয়ার পরকালীঘাটে পুজো দেন  ধনখড়

by admin

কালীঘাটে জগদীপ ধনখড়। মন্দিরে স্ত্রীকে সঙ্গে নিয়ে পুজো দেন তিনি। উপরাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম কলকাতা সফরে এলেন রাজভবনের প্রাক্তন বাসিন্দা।বাংলার রাজ্যপাল হিসেবে ছিলেন অনেক দিন। তাঁর আমলে রাজভবনের সঙ্গে রাজ্য সচিবালয় নবান্নের বিবাদও সর্বজনবিদিত। দেশের উপরাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম সেই কলকাতা সফরে এলেন জগদীপ ধনখড়। সূত্রের খবর, একটি বিয়ের অনুষ্ঠানে হাজির থাকতে মঙ্গলবার সকালে দিল্লি থেকে কলকাতায় আসেন তিনি। বুধবারই ফিরে যাবেন। কলকাতায় বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে ধনখড় স্ত্রীকে নিয়ে চলে যান কালীঘাট মন্দিরে। সেখানে পুজো দেন। তার পর বিয়েবাড়ির উদ্দেশে বেরিয়ে পড়ে উপরাষ্ট্রপতির কনভয়। কালীঘাট মন্দির থেকে বেরোনোর পথে সাংবাদিকদের নমস্কার করেন ধনখড়। কিন্তু কোনও প্রশ্নেরই উত্তর দেননি তিনি। এর আগেও একাধিক বার ধনখড়কে কালীঘাট মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছে।

You may also like

Leave a Comment