Home » রেল দিয়ে গাঁজা পাচার করতে গিয়ে আটক।

রেল দিয়ে গাঁজা পাচার করতে গিয়ে আটক।

by admin

প্রতিনিধি। তেলিয়ামুড়া।।  প্রায় প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন রেল স্টেশন গুলো ব্যবহার করে গাঁজাসহ অবৈধ নেশা সামগ্রী পাচারের ঘটনাগুলো সামনে আসছে। একই রকম ভাবে আজ গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া রেলস্টেশন চত্বরে অভিযান সংঘটিত করে অভিনব কায়দায় গাজা পাঁচার কান্ডের সাথে জড়িত এক জনজাতি যুবককে গ্রেফতার করা হয় এবং প্রায় ৫০ কেজি শুকনা গাজা বাজেয়াপ্ত করে পুলিশ। ঘটনার বিবরণে প্রকাশ পুলিশ যখন তেলিয়ামুড়া রেলস্টেশনে দেওঘর এক্সপ্রেস আসার আগেই এমবুস করে বসে থাকে ঠিক তখনই কেতার দেববর্মা (যার বাড়ি তেলিয়ামুড়া থানার অন্তর্গত দাশুচন্দ্র পাড়া) সহ আরো বেশ কয়েকজন যুবক রেলস্টেশন সংলগ্ন ধানক্ষেত দিয়ে দুইটা ব্যাগ নিয়ে আসছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে একটা ব্যাগ ফেলে, আরেকটা ব্যাগ নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তবে পুলিশ ক্ষীপ্রতার সাথেই ক্যাথারকে আটক করতে সক্ষম হয়। যদিও একটা সময় কেথার পুলিশকে আক্রমণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এরপর যথারীতি পুলিশ জঙ্গলে ফেলে রাখা ব্যাগ এবং ক্যাথার এর সাথে থাকা আরেকটা ব্যাগ তল্লাশি করে ২৫ টা প্যাকেটে থাকা মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। এদিকে ধৃত যুবক দাবী করেছে কাঠালিয়া এলাকার জনৈক রাহুল দেববর্মা গাজা গুলো পাচারের জন্য তার কাছে গাড়ি করে দিয়ে গেছে এবং সংশ্লিষ্ট রেলে বিহারের জনৈক পাচারকারী রয়েছে যার কিনা টর্চ লাইট দিয়ে সিগন্যালের মাধ্যমে এই গাজা গুলো নিয়ে যাওয়ার কথা ছিল।
স্বাভাবিকভাবেই এইভাবে ফিল্মি কায়দায় গাঁজা পাচারের ঘটনা সামনে আসার পর ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং এইভাবে গাজা পাচার গুলোর পেছনে যে বড়সড়ো নেটওয়ার্ক কাজ করছে তা কিন্তু হলফ করে বলা যায়।

You may also like

Leave a Comment