প্রতিনিধি, উদয়পুর :- রবিবার সকালে উদয়পুর ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিতে আসেন কেন্দ্রীয় খাদ্য, গণ বন্টন ও ভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী প্রহ্লাদ যোশী। এদিন কেন্দ্রীয় মন্ত্রীর সাথে ছিলেন , রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা সহ প্রমূখ । এদিন কেন্দ্রীয় মন্ত্রী প্রথমে মাতার বাড়িতে এসে চলে যান মায়ের মন্দিরে। মন্দিরে গিয়ে মায়ের কাছে পুজো দেন মন্ত্রী । পূজো শেষে মায়ের মন্দিরের চারদিক প্রদক্ষিণ করেন এবং মন্দিরের পাশে থাকা মহাদেব মন্দিরে পুজো দেন তিনি । পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন , মায়ের মন্দিরে এসে দেশ ও রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন এবং যে দ্রুত প্রসাদ প্রকল্পের কাজ চলছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে তাতে উন্নয়ন খুবই সুন্দরভাবে হচ্ছে মাতা বাড়িতে। পরে ঘুরে দেখেন মাতার বাড়িতে প্রসাদ প্রকল্পের কাজ। ভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী প্রহ্লাদ যোশী পরে মায়ের মন্দিরে পূজো অর্চনা শেষ করে চন্দ্রপুর কলোনি বিদ্যালয়ের হলঘরে গিয়ে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে যোগ দেন । সাথে ছিলেন অর্থমন্ত্রী ও স্থানীয় বিধায়ক । মন্ত্রীর সফরকে কেন্দ্র করে গোটা উদয়পুরে ছিল নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো।
প্রধানমন্ত্রীর কল্যাণে উন্নয়ন হচ্ছে মাতাবাড়ি । বললেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী
by admin
written by admin
39
previous post