প্রতিনিধি, তেলিয়ামুড়া। ২৯ডিসেম্বর।তেলিয়ামুড়া মহকুমার বিস্তীর্ণ এলাকায় আতঙ্ক টিউমার নামে পরিচিত হাতিটি রেলের ধাক্কায় গুরুতর আহত।আগরতলা থেকে শিলচরগামী দ্রুতগতি সম্পন্ন রেলের ধাক্কায় মৃতপ্রায় দৈত্যাকৃতির বণ্য দাঁতাল হাতিটি । রেলের ধাক্কায় দৈত্যাকৃতি সেই হাতির কোমর এবং পেছনে পায়ে গুরুত্বর আঘাত লাগে, উক্ত ঘটনাটি সংঘটিত হয়েছে তেলিয়ামুড়া মহকুমা বণ দপ্তরের অধীন লক্ষ্মীপুর এ.ডি.সি ভিলেজের চামপ্লাই রেল রাস্তা সংলগ্ন গভীর বনাঞ্চলে।
খবরে প্রকাশ, আগরতলা থেকে শিলচরগামী দ্রুতগতি সম্পন্ন রেল তেলিয়ামুড়া রেলস্টেশন হয়ে ধর্মনগর অভিমুখে যাবার পথে তেলিয়ামুড়া মহকুমা বনদপ্তরের অধীন লক্ষ্মীপুর এ.ডি.সি ভিলেজের চামপ্লাই স্থিত রেল পারাপারের সময় একটি বণ্য দাঁতাল হাতিকে সজোড়ে ধাক্কা দেয় ওই যাত্রীবাহী রেল। এতে ওই দৈত্যাকৃতির হাতি তথা লোকমুখে যে কিনা “টিউমার”- নামে পরিচিত সে কোমরে এবং পেছনের পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। এবং দীর্ঘক্ষন রাস্তার পাশে পড়ে ছটফট করতে থাকে এই বন্য হাতিটি। এ প্রসঙ্গে খোয়াই জেলা বন আধিকারিক সাংবাদিকদের প্রসঙ্গক্রমে বলতে গিয়ে ক্ষোভ প্রকাশ করে জানান, এলাকাটি হাতির বিচরণ ক্ষেত্র হিসেবে পরিচিত। এখানে রেলের গতি কম হওয়ার কথা। তবে যেভাবে হাতিটি আহত হয়েছে, রেল এর গতি দ্রুত বেগে ছিল। হাতি আহত হওয়ার খবরটিও বনদপ্তরকে জানানো হয়নি। এখানে প্রসঙ্গত উল্লেখ্য, তেলিয়ামুড়া মহকুমাতে কুড়িটি উপর হাতি রয়েছে। আহত টিউমার নামে পরিচিত হাতিটি কৃষ্ণপুর ও তার আশপাশ এলাকাতে সাধারণ মানুষের আতঙ্কের কারণ ছিল। প্রায় রোজই হাতিটি কোন না কোন এলাকাতে বাড়িঘর ভাঙচুর সহ জমির ফসল নষ্ট করে আসছিল। বনদপ্তর হাতির লোকালয়ে প্রবেশ রোধে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম পরিকল্পনা হাতে নিয়েছে। কোন কিছুতেই হাতির লোকালয়ে প্রবেশ রোধ করা সম্ভব হচ্ছে না। এদিকে আহত হাতি টিকে আজও বনদপ্তরের চিকিৎসকরা চিকিৎসা করে এসেছে। বনদপ্তরের কর্মীরা ও হাতির ধারে কাছেই রয়েছে প্রয়োজনীয় সেবা সুস্রতা দেওয়ার জন্য।
আবারো রেলের ধাক্কায় আহত দাঁতাল হাতি।
112
previous post