Home » রেমাল ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত উদয়পুর , পরিদর্শনে মন্ডল সভাপতি

রেমাল ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত উদয়পুর , পরিদর্শনে মন্ডল সভাপতি

by admin

 প্রতিনিধি , উদয়পুর :- রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী নির্মাতা সৃষ্টি হয় ভারী নিম্নচাপ সৃষ্টি হয় ত্রিপুরা রাজ্যে। এর ফলে উদয়পুর গোমতী নদীতে জলস্তর বাড়তে থাকে । তার ফলে উদয়পুর ছনবন ব্রিজ সংলগ্ন এলাকায় গোমতী নদীর জল ফুলে ওঠে । এরফলে এই এলাকার নদীর পাড়ের ভাঙ্গন সৃষ্টি হয় । এমনিতেই অধিক ঘনবসতিপূর্ণ এলাকা ।‌ নদীর পাড়ের ভাঙ্গনের খবর ছড়িয়ে পড়তে পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার ও বিজেপির আর কেপুর মন্ডলের সভাপতি প্রবীর দাস দ্রুত ছুটে যান এলাকায়। সাথে পি ডব্লিউ ডি দপ্তরের আধিকারিকরাও ঘটনাস্থলে ছুটে যান এবং নদী ভাঙ্গন কিভাবে রোধ করা যায় সেই বিষয়ে আলোচনা করেন ঘটনাস্থলে দাঁড়িয়ে । অপরদিকে উদয়পুর ব্রম্মাবাড়ী এলাকায় ভারী বৃষ্টিপাতের জেরে বাড়িতে প্রবেশ করে বৃষ্টির জল । তার ফলে সমস্যায় পড়ে জনগণ। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আর কে পুর মন্ডল সভাপতি বলেন , ব্রহ্মাবাড়ী সংলগ্ন সুখ সাগর জলায় অধিকাংশ লোক বেআইনিভাবে মাটি ভরাট করছে, সেই ক্ষেত্রে সরকারের কোন আদেশ মান্যতা দিচ্ছে না । তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ জনগণ। গতকাল রেমালের ফলে অধিক বৃষ্টিপাত হয় তাতে ব্রাহ্মাবাড়ি সংলগ্ন একটি বসতবাড়িতে জল ওঠে। জল উঠার মূল কারণ অবৈজ্ঞানিকভাবে জলাশয় পূর্ণ করা । তাতে ক্ষতিগ্রস্ত সাধারণ জনগণ। সরকারিভাবে পরিবারটিকে কিভাবে সহযোগিতা করা যায় তার জন্য স্থানীয় পঞ্চায়েত সদস্য গায়ত্রী দে এবং প্রশাসনের সাথে কথা বলা হয়েছে । এদিন মন্ডল সভাপতির সাথে ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্বরা ।

You may also like

Leave a Comment