Home » উদয়পুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী সরস মেলা

উদয়পুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী সরস মেলা

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

গোমতী জেলাভিত্তিক এই প্রথম বারের মতো উদয়পুর রাজর্ষি কলা কেন্দ্রে শুরু হয়েছে তিন দিন ব্যাপী সরস মেলা । বুধবার সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন এই মেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া উপস্থিত ছিলেন , বিধায়ক অভিষেক দেবরায় , জিতেন্দ্র মজুমদার, রামপদ জমাতিয়া ও পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার এবং গোমতী জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা ও মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য সহ প্রমূখ । মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গোমতী লাখপতি দিদি শীর্ষক এই বইয়ের আবরনী উন্মোচন করেন অর্থমন্ত্রী সহ সকল অতিথিরা । এদিনের অনুষ্ঠানে অর্থমন্ত্রী ভাষণ রাখতে গিয়ে তিনি বলেন , সমস্ত মহিলাদেরকে একত্রিত করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে মহিলাদেরকে স্বশক্তি করণ করার জন্য সারা দেশব্যাপী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন । সেদিকে লক্ষ্য রেখে ছোট্ট ত্রিপুরা রাজ্যে সমস্ত মহিলাদেরকে স্বশক্তি করণ করা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কাজ করে চলেছে । রাজ্য সরকার ২ লক্ষ দিদিকে লাখপতি দিদি বানানোর জন্য লক্ষ্যমাত্রা নিয়েছে । ইতিমধ্যে ৮০ হাজারের বেশি মহিলা কে লাখপতি দিদি বানিয়েছে রাজ্য সরকার । এর মধ্যে গোমতী জেলায় ১৪ হাজার ৮০০ জন মহিলা লাখপতি দিদি হয়েছে। যা এই জেলার জন্য অনেকটাই সুনাম অর্জন করেছে । এদিন অর্থমন্ত্রী বলেন আগামী দিনে আরও বেশি করে মহিলারা আত্মনির্ভর হয়ে উঠবে । সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার কাজ করে চলেছে । এদিন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সরস মেলায় আসা বিভিন্ন টিআরএলএম এর প্রদর্শনী স্টল ও বিভিন্ন দোকানের ফিতা কেটে তার শুভ উদ্বোধন করেন অতিথিরা । একই সাথে মহিলারা যাতে আত্মনির্ভর হয়ে উঠে তার ভ্রাম্যমান তিনটি গাড়ির চাবি তুলে দেওয়া হয় অর্থমন্ত্রীর হাত ধরে । তিন দিনব্যাপী চলা এই সরস মেলার প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় ।

You may also like

Leave a Comment