তাঁর নামের প্রথম দু’টি অক্ষরই নীতী। তবে তিনি ‘নীতিবাগীশ’ এমন কথা তাঁর অতি বড় ভক্তও হয়তো বলতে পারবেন না। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সম্পর্কে বলতে গিয়ে বরং গত শুক্রবার থেকে বেছে বেছে এর সম্পূর্ণ বিপরীতার্থক শব্দই প্রয়োগ করা হয়েছে বিভিন্ন মহলে। কেউ বলছেন ‘ডিগবাজি খাওয়া নীতীশ’ তো কেউ বলছেন ‘জোটবদলু নীতীশ’। তবে নীতীশের জন্য ঠিক কোন বিশেষণটি উপযুক্ত তা এ বার বলে দিলেন কংগ্রেস সাংসদ শশী তারুর। ইংরেজি অভিধান থেকে নীতীশের জন্য শশীর বেছে নেওয়া ওই শব্দটি হল ‘স্নলিগস্টার’। এই শব্দের প্রকৃত অর্থ কী, তার ব্যাখ্যাও দিয়েছেন কংগ্রেস সাংসদ।শশী যদিও এই শব্দ সরাসরি নীতীশের নাম করে প্রয়োগ করেননি। তবে এক্স হ্যান্ডলে যে সময়ে ওই শব্দটি নিয়ে পোস্ট করেছেন শশী, তার সঙ্গে কাকতালীয় ভাবে মিলে গিয়েছে বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে নীতীশের ইস্তফা দেওয়ার সময়। রবিবার দুপুরেই বিহারের কংগ্রেস, আরজেডি, সিপিআই এবং জেডিইউয়ের মহাগঠবন্ধনের সরকারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিন নীতীশ। দুপুর ১২টার কিছু আগে রাজভবনে গিয়ে বিহারের রাজ্যপালের হাতে ইস্তফাপত্রটি তুলে দেন তিনি। শশী এক্স হ্যান্ডলে ওই পোস্ট করেন ঠিক দুপুর ১২টা বেজে ৩৬ মিনিটে। নিজেরই একটি পুরনো পোস্ট উল্লেখ করে এক্স হ্যান্ডলে শশী লেখেন, ‘‘(দীর্ঘশ্বাস!) ভাবতেই পারিনি সাত বছর আগে আমার লেখা এই শব্দটি আবার এক দিন ব্যবহার করার প্রয়োজন পড়বে।’’ হ্যাশট্যাগ দিয়ে শশী এর পরেই লেখেন স্নলিগস্টার শব্দটি। যার অর্থ, ‘অতি চতুর এবং নীতিনৈতিকতাহীন এক রাজনীতিবিদ।’
নীতির ঠিকঠিকানা নেই! বার বার জোট বদলানো নীতীশের জন্য যথার্থ উপমা কী? বেছে দিলেন শশী
by admin
written by admin
137