ধর্মনগর প্রতিনিধি।
আগামী বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে এই উৎসবকে কেন্দ্র করে বৃহস্পতিবার ধর্মনগরে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে কলসি পূজন এবং এক রেলি অনুষ্ঠিত হয়। বিশ্ব হিন্দু পরিষদের উত্তর জেলার সাধারণ সম্পাদক মনোজ ধর জানান উত্তর জেলার নয়টি প্র খন্ড থেকে নয়টি কলসি এসে ধর্মনগরের অফিসটিলার কালিবাড়িতে জড় হয়েছে। এই কলসি গুলি সুজনের পর এগুলিকে নিয়ে সারা ধর্মনগর পরিক্রমা করা হয়েছে। সবার পক্ষে ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে যে প্রাণ প্রতিষ্ঠা হবে সেখানে যাওয়া সম্ভব নয় তাই প্রতিটা গ্রামে গ্রামে প্রতিটি ওয়ার্ডে ওই দিনটিকে মহাসমারোহে পালন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সকালে রামকে নিয়ে প্রভাত ফেরী অনুষ্ঠিত হবে তারপর সারাদিন উৎসবের পর সন্ধ্যায় দীপাবলি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই দিনে রাম সীতা এবং লক্ষণকে নিয়ে ১৪ বছরের বনবাস শেষ করে ঘরে ফেরায় যেমন করে দীপাবলি অনুষ্ঠিত হয়েছিল তেমনি ২২ জানুয়ারি সন্ধ্যায় হিন্দু সনাতনীরা দীপাবলি অনুষ্ঠান পালন করবে। অফিসটিলা কালীবাড়ি থেকে যে রেলিটি কলসি নিয়ে সারা ধর্মনগর পরিক্রমা করে তাদের জয় শ্রী রাম ধ্বনিতে ধর্মনগরের আকাশ বাতাস মুখরিত হয়ে পড়ে।
২২জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা কে কেন্দ্র করে ধর্মনগরে কলসি পূজন এবং রেলি অনুষ্ঠিত।
208
previous post