প্রতিনিধি, উদয়পুর :-
বৃহস্পতিবার সাতসকালে বর্ডার সিকিউরিটি বাহিনীর সরকারি অ্যাম্বুলেন্স এর গাড়ির চাপায় দুমড়ে মুচরে গেল এক ব্যক্তি সহ তার বাইসাইকেল । ঘটনা উদয়পুর জামতলা রামকৃষ্ণ আশ্রমের পাশে । ঘটনা সূত্রে জানা গিয়েছে , নম্বর বিহীন বিএসএফের এম্বুলেন্স গাড়িটি ছনবন থেকে উদয়পুর শহরের দিকে ছুটে যাচ্ছিল দ্রুত বেগে । তখন সেই সময় উদয়পুর ভগিনী নিবেদিতা বালিকা বিদ্যালয়ের পেছনে বসবাসকারী বয়স ৬২ বছরের অবসরপ্রাপ্ত বনকর্মী রঞ্জন মিঞা গরুর দুধ নিয়ে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে রওনা দেয় । কিন্তু সেই সময় পেছন দিক থেকে বিএসএফের নম্বর বিহীন অ্যাম্বুলেন্স গাড়িটি সজোরে আঘাত করে রঞ্জন মিঞাকে । সাথে সাথে বাইসাইকেল নিয়ে অ্যাম্বুলেন্সের গাড়ির নীচে পড়ে যায় রঞ্জন । এই ঘটনা দেখতে পেয়ে পথ চলতি সাধারণ মানুষ গুরুতর আহত অবস্থায় রঞ্জনকে গাড়ির নীচ থেকে উদ্ধার করে। খবর দেয় দমকল দফতরে। পরে দমকল দপ্তরের উদ্ধারকারী একটি গাড়ি এসে রঞ্জন মিঞাকে আহত অবস্থায় টেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা করানোর জন্য। জানা যায় , ঘটনার সাথে সাথেই বিএসএফের সরকারি গাড়ি চালক ঘটনাস্থল থেকে চম্পট দেয় । এদিকে গাড়ির মধ্যে চালকের সামনের জায়গায় হনুমান চালিশা সহ বিএসএফের সেই জওয়ানের মাথার টুপি পর্যন্ত গাড়িতে রয়েছে কিন্তু এই বিষয়ে মুখ খুলতে নারাজ বিএসএফের জওয়ানরা। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয় গোটা রামকৃষ্ণ আশ্রম এলাকা। বর্তমানে বিপদজনক অবস্থায় গাড়িটি পড়ে রয়েছে সরকারি ড্রেনের পাশে । রাধাকিশোরপুর থানার পুলিশ দিয়ে গোটা দুর্ঘটনা স্থলটি ঘিরে ফেলা হয়। স্থানীয় মানুষ সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে দাবি করেন বর্তমানে আহত রঞ্জন মিঞার অবস্থা খুবই সংকট জনক বলে জানা গিয়েছে। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে ।