Home » ক্রেতা সচেতনতা শিবির শুরু উদয়পুরে

ক্রেতা সচেতনতা শিবির শুরু উদয়পুরে

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

বর্তমান সময়ে দাঁড়িয়ে গ্রাহকরা প্রতিনিয়ত বাজার থেকে বেনামী জিনিস ক্রয় করে ঠকে চলেছেন নিত্য দিন। এর ফলে সর্বসান্ত হচ্ছে গ্রাহকরা। এবার সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে অসমের গৌহাটি থেকে ভারতীয় মান ব্যুরো আধিকারিকরা এক সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত করেন উদয়পুর পঞ্চায়েত রাজ ট্রেনিং সেন্টারে ।‌ এই শিবিরে গোমতী ও দক্ষিণ ত্রিপুরা থেকে সমস্ত গ্রাম পঞ্চায়েতের অধিকারিকরা এই সচেতনতা শিবিরে অংশ নেন । এ শিবিরে তাদেরকে বিভিন্ন পণ্য সামগ্রী ও স্বর্ণের ওপর হলমার্ক দেওয়া জিনিস কিভাবে বুঝে ক্রয় করতে হবে সে সকলের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় । এদিনের এই সচেতনতামূলক শিবিরে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের মধ্যে ।

You may also like

Leave a Comment