Home » ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে বিবিআই প্রাঙ্গনে প্রতিঘর সুশাসন ২.০ এবং বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু।

ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে বিবিআই প্রাঙ্গনে প্রতিঘর সুশাসন ২.০ এবং বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
বুধবার ধর্মনগর পুরো পরিষদের উদ্যোগে বিবিআই প্রাঙ্গনে দুদিন ব্যাপী প্রতিঘর সুশাসন ২.০ এবং বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু হয়েছে। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, উপস্থিত ছিলেন ভাইস চেয়ারপারসন মঞ্জু নাথ, ধর্মনগর পুরো পরিষদের চীফ এক্সিকিউটিভ অফিসার বিবেক এইচ বি এবং বিশিষ্ট সমাজসেবী শ্যামল নাথ। উদ্বোধক প্রদ্যুৎ দে সরকার জানান গত বছর প্রতিঘড় সুশাসন এই প্রকল্পে ধর্মনগর পুরো পরিষদ পরিষেবার মাধ্যমে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান দখল করেছিল। এবারও প্রতিটি ওয়ার্ডে এই পরিষেবা দেওয়ার পর এখন চারটি চারটি ওয়ার্ড করে একত্রিতভাবে এই পরিষেবা দেওয়ার কর্মসূচি চলছে। বি বি আই স্কুল প্রাঙ্গণে দুই দিনব্যাপী অর্থাৎ ২৯ এবং ৩০ নভেম্বর প্রতিঘর সুশাসন ২.০ এবং বিকশিত ভারত সংকল্প যাত্রা কর্মসূচি রূপায়ণের কাজ চলবে। এখানে একই ছাদের নিচে মানুষের যে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা গুলি দিনের পর দিন ঘুরতে ঘুরতে কাজ হচ্ছে না তা একদিনে মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিশেষ উদ্যোগে এই কর্মসূচির আওতায় সাধারণ মানুষকে এনে তা দ্রুত বাস্তবায়নের পথ গ্রহণ করা হয়েছে। এখন আর মানুষকে দিনের পর দিন অফিসে অফিসে ঘুরে ঘুরে সরকারি কাজের জন্য তার নূন্যতম অধিকার যাচাই করার প্রয়োজন হয় না। একই ছাদের নিচে এক দিনে সমস্ত ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা হয়ে যাচ্ছে এই কর্মসূচির মাধ্যমে। শুধুমাত্র শহরের মধ্যেই এই কর্মসূচি সীমাবদ্ধ নয় প্রতি গ্রামে গ্রামে এবং ব্লকে ব্লকে সাধারন মানুষের স্বার্থে প্রতিঘর সুশাসন ২.০ এবং বিকাশিত ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠিত হচ্ছে।

You may also like

Leave a Comment