Home » ৫০ হাজার ভোটার কম মণিপুরে নয়া তালিকায়

৫০ হাজার ভোটার কম মণিপুরে নয়া তালিকায়

by admin

লোকসভা ভোটের আগে মণিপুরে যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হল সেখানে দেখা যাচ্ছে জানুয়ারিতে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকার তুলনায় সদ্য প্রকাশিত খসড়ায় ৪৯,৪২২ জন ভোটার কম। মুখ্য নির্বাচনী অফিসার প্রদীপ কুমার ঝা জানান, খসড়া অনুযায়ী ভোটারের সংখ্যা ২০,০৮,৪৩২। যা জানুয়ারিতে ছিল ২০,৫৭,৮৫৪। ঝা রাজ্যের সব যোগ্য ভোটারকে এগিয়ে এসে তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান।

মে থেকে চলা সংঘর্ষের জেরে রাজ্যের প্রায় ১৩ হাজার কুকি মিজ়োরামে আশ্রয় নিয়েছেন। আশ্রয় শিবিরে আছেন প্রায় ৬০ হাজার মানুষ। অনেকে অন্য রাজ্যে চলে গিয়েছেন। ঝা জানান, ঘর ছেড়ে অন্যত্র থাকা মানুষদের নাম তালিকাভুক্ত করতে বিশেষ অভিযান চলবে। সব স্কুল-কলেজে নির্বাচন স্বাক্ষরতা ক্লাব সক্রিয় করা হবে। নতুন কোনও বুথ না বাড়লেও ২৯৫৫টির মধ্যে ১৭টি বুথের স্থান বদল করা হয়েছে।

You may also like

Leave a Comment