Home » রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৪এবং ১৭ বিভাগের দাবার শুরু হলো তেলিয়ামুড়ায়।

রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৪এবং ১৭ বিভাগের দাবার শুরু হলো তেলিয়ামুড়ায়।

by admin

প্রতিনিধি তেলিয়ামুড়া,২৯এপ্রিল।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে
আজ তেলিয়ামুড়া’তে উদ্বোধন হলো তিন দিন ব্যাপি রাজ্য ভিত্তিক অনূর্ধ ১৪ এবং ১৭ বালক বালিকা বিভাগের দাবা প্রতিযোগিতার আসর। তেলিয়ামুড়ার কবি নজরুল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আয়োজিত এই দাবা প্রতিযোগিতার
মঙ্গল প্রদীপ জ্বালিয়ে রাজ্যভিত্তিক এই দাবা প্রতিযোগিতার অনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় বিধায়িকা তথা মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, এই পর্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস-চেয়ারম্যান মধুসূদন রায় প্রমুখ।
রাজ্যভিত্তিক এই দাবা প্রতিযোগিতার উদ্বোধন করে আলোচনায় অংশ নিয়ে শ্রীমতি কল্যাণী সাহা রায় সার্বিকভাবে এই প্রতিযোগিতার সফলতা কামনা করেছেন। তিনি দাবি করেছেন,, এই সময়ের মধ্যে বর্তমান সরকার দাবা সহ সমস্ত প্রকারের ক্রীড়াক্ষেত্রের মান উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করে চলেছেন। মানব জীবনকে সুগঠিত করার প্রশ্নে যেহেতু খেলাধুলার বিশেষ অবদান রয়েছে, তাই ক্রীড়া ক্ষেত্রকে আর ও বিকষিত করার প্রশ্নে সরকারের পাশাপাশি সমস্ত অংশকেও এগিয়ে আসার আহ্বান জানান কল্যাণ সাহা রায়।
এখানে উল্লেখ্য তিন দিবসীয় রাজ্যভিত্তিক এই দাবা প্রতিযোগিতায় মোট আটটি জেলার ১৭৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করছে।রাজ্য ভিত্তিক দাবা প্রতিযোগিতা কে কেন্দ্র করে তেলিয়ামুড়ায় ক্রীড়া প্রেমীদের মধ্যে ব্যাপাক উৎসাহ লক্ষ করা যায়।

You may also like

Leave a Comment