Home » বিশ্ব এইডস দিবস উপলক্ষে জেলা ভিত্তিক রেড রান ২০২৪

বিশ্ব এইডস দিবস উপলক্ষে জেলা ভিত্তিক রেড রান ২০২৪

by admin

উদ্ভাবনী সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় ও উত্তর ত্রিপুরা জেলা যুব ও ক্রীড়া দপ্তরের সহযোগিতায় এবং ত্রিপুরা রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে আজ উত্তর ত্রিপুরা জেলার সদর দপ্তরে অনুষ্ঠিত হয় বিশ্ব এইডস দিবস উপলক্ষে জেলা ভিত্তিক রেড রান ২০২৪ । এই রেড রান ম্যারাথন প্রতিযোগিতায় উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উক্ত প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। সভাপতিত্ব করেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান মিতালী দাস (সেন)। এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কুণাল গৌতম জিলা যুব আধিকারিক নেহরু যুব কেন্দ্র উত্তর ত্রিপুরা, তমাল দেব ডেপুটি ডিরেক্টর ত্রিপুরা রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটি, ডঃ মামপি শুক্লবৈদ্য ও ডঃ বিবেক সিধু মেডিকেল অফিসার, অঞ্জন বর্ধন আধিকারিক উত্তর ত্রিপুরা জেলা যুব ও ক্রীড়া দপ্তর , শিফন চন্দ্র দাস ফায়ারম্যান ধর্মনগর ফায়ারসার্ভিস , আতিকা রঞ্জন দাস এসআই ট্রাফিক ইউনিট ধর্মনগর। স্বাগত বক্তব্য রাখেন রণদীপ রুদ্র পাল। প্রতিযোগিতায় মোট ১০০জন ছেলে ও মেয়ে অংশগ্রহণ করেন। রেড রান ২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারি দুই বিভাগের ছেলে ও মেয়েদের মধ্যে বিজয়ী প্রথম স্থান অর্জনকারিকে ৫০০০ টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারিকে ৩০০০ টাকা, তৃতীয় স্থান অর্জনকারিকে ২০০০ টাকা এবং ১২জন করে দুই বিভাগের ছেলে ও মেয়েদের মধ্যে ১০০০টাকা করে ক্যাশ ওয়ার্ড রাশি ও ট্রফি তুলে দেওয়া হয় উদ্যোগতাদের পক্ষ থেকে। দুই বিভাগের মোট ৩০জন প্রতিযোগী আগামী ১লা ডিসেম্বর ২০২৪ আগরতলায় অনুষ্ঠিত রাজ্য ভিত্তিক রেড রান প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে উদ্ভাবনী সামাজিক সংস্থার সদস্য, উত্তর ত্রিপুরা জেলা যুব ও ক্রীড়া দপ্তরের এবং ত্রিপুরা রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির কর্মীগণ অংশগ্রহণ করেন।

You may also like

Leave a Comment