45
শান্তিরবাজার প্রতিনিধি :আজ শান্তির বাজার মহকুমায় অন্তর্গত বকাফা বিএসএফ ১১৪ নং ব্যাটেলিয়ানের উদ্যোগ বকাফা কেন্দ্রীয় বিদ্যালয় ছাত্রছাত্রী এবং সাব্রুম বুদ্ধ দামাদিপা ইউনিভারসিটির ছাত্র-ছাত্রীদের নিয়ে একদিনের শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়। এতে করে সাব্রুম এলাকার সীমান্তবর্তী মৈত্রী সেতুর পাশাপাশি বিভিন্ন সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করানো হয় ১১৪ নম্বর ব্যাটেলিয়নের তরফ থেকে ছাত্র-ছাত্রীদের। মূলত লক্ষ ছাত্রছাত্রীদের মধ্যে দেশ প্রেম নিয়ে আরো বেশি সচেতনতার পাশাপাশি তাদেরকে উদ্বুদ্ধ করা । আইনশৃঙ্খলা এবং দেশ রক্ষার পাশাপাশি শান্তির বাজার মহকুমা অন্তর্গত বকাফা বিএসএফ ১১৪ নং ব্যাটেলিয়ানের এই ধরনের সামাজিক কর্মসূচি দেখে খুশি ছাত্রছাত্রী, শিক্ষক অভিভাবক সকলে।