Home » আবর্জনা মুক্ত ভারত গড়ার সংকল্প বিশালগড়ে

আবর্জনা মুক্ত ভারত গড়ার সংকল্প বিশালগড়ে

by admin

প্রতিনিধি, বিশালগড়, ২৯ সেপ্টেম্বর।। স্বচ্ছতাই সেবা কার্যক্রমের অঙ্গ হিসাবে আবর্জনা মুক্ত ভারত গড়ার সংকল্প নিলেন বিশালগড় পৌর পরিষদ। রবিবার বিশালগড় নতুন টাউন হলের সম্মুখে স্বচ্ছতাই সেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, বিশালগড় পৌর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ, বিশালগড় মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী সহ পৌর পরিষদের সকল কাউন্সিলর এবং স্থানীয় নাগরিকরা। এদিন অতিথি সহ উপস্থিত সকলে আবর্জনা মুক্ত সমাজ গড়ার শপথ গ্রহণ করেন। বিধায়ক সুশান্ত দেব বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত নির্মাণের কাজ শুরু করেছেন। দেশের সকল অংশের মানুষ প্রধানমন্ত্রীর আহবানে সারা দিয়ে স্বচ্ছ ভারত নির্মাণের অংশীদার হচ্ছেন। আজ তা সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে। বিশালগড় পৌর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ বলেন দেশের মানুষকে রোগমুক্ত রাখতে এই আবর্জনা মুক্ত ভারত গড়ার অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশালগড় শহরকে সুন্দর শহর হিসেবে গড়ে তোলার জন্য সকল অংশের নাগরিকদের নিয়ে কাজ চলছে।

You may also like

Leave a Comment