প্রতিনিধি, বিশালগড় , ।। বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিশালগড় মহকুমার বিজয় নদ, সিনাই নদী এবং রাঙ্গা পানিয়া নদীর জল। ব্যপক ক্ষতির মুখে চাষীরা। ডুবে গিয়েছে জমির ফসল । চাষীরা বরো ধান ঘরে তুলে নিয়েছে। মারাত্মক ক্ষতি হয়েছে সব্জি চাষীদের। বিজয় নদের তীরবর্তী অঞ্চলের ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে। চন্দ্রনগর, গোপীনগর, সিপাহীজলা, গোলাঘাটি, কসবা প্রভৃতি এলাকায় জলের নীচে ডুবে গিয়েছে ফসল। চড়িলাম ব্লকের চেছুড়িমাই গ্রাম পঞ্চায়েতের পরিমল চৌমুহনী এলাকায় দুই ভাই প্রদীপ পাল এবং লিটন পাল ৬০হাজার টাকা খরচ করে প্রায় ১৭ গন্ডা জমিতে কাঁকরোল চাষ করেছিলেন। ভালো ফলন হয়েছে । গত দুই দিন ধরে বিক্রি করেছেন কাঁকরোল । কিন্তু প্রবল বর্ষণে সমস্ত কাঁকরোল খেত জলের নিচে ডুবে যায়। মঙ্গলবার গলা সম জলে নেমে দুই ভাই সমস্ত কাঁকরোল ব্যাগ ভর্তি করে সংগ্রহ করে রাস্তার পাশে রাখে বাজারে বিক্রি করার জন্য। জল জমি থেকে চলে গেলে সমস্ত কাঁকরোল গাছ মরে যাবে বলে জানিয়েছে দুই ভাই। এছাড়া সংশ্লিষ্ট এলাকায় জিঙ্গে, ঢেঁড়স, কাচালঙ্কা, বেগুন ইত্যাদি ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে। গোলাঘাটির চাষী মন্টু পাল জানান উনি লাউ চাষ করেছিলেন। কিছুদিন পরেই ফলন শুরু হতো। কিন্তু প্রবল বর্ষণে জল জমে গিয়েছে জমিতে। এই লাউ গাছ গুলোকে বাঁচানো যাবে না। সব মিলিয়ে এই টানা বৃষ্টিতে আর্থিক ক্ষতির মুখে চাষীরা।
71
previous post
মুষলধারে বৃষ্টিতে ভেঙ্গে পড়ল মহকুমা হাসপাতালের দেওয়াল।
next post