Home » ধর্মনগর দেওয়ানপাশাস্তিত রামকৃষ্ণ পরমহংসদেবের নবনির্মিত রামকৃষ্ণ মন্দিরের দ্বার উদঘাটন উপলক্ষ্যে তিন দিবসীয় অনুষ্ঠান সম্পন্ন হয়

ধর্মনগর দেওয়ানপাশাস্তিত রামকৃষ্ণ পরমহংসদেবের নবনির্মিত রামকৃষ্ণ মন্দিরের দ্বার উদঘাটন উপলক্ষ্যে তিন দিবসীয় অনুষ্ঠান সম্পন্ন হয়

by admin

ধর্মনগর
২৬ শে নভেম্বর রবিবার ধর্মনগর দেওয়ানপাশাস্তিত রামকৃষ্ণ পরমহংসদেবের নবনির্মিত রামকৃষ্ণ মন্দিরের দ্বার উদঘাটন উপলক্ষ্যে তিন দিবসীয় অনুষ্ঠান সম্পন্ন হয় আজ ২৮ শে নভেম্বর মঙ্গলবার এক রক্তদান শিবির সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ।২৬ শে নভেম্বর সকাল 6:30 মিনিটে ঠাকুরের বিশেষ পূজা, চণ্ডীপাঠ ও হোমের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় ।সকাল ৮ ঘটিকায় মন্দিরের দ্বারোদঘাটন করেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ । এরপর ৮:৩০ মিনিটে ভক্তদের দ্বারা অনুষ্ঠিত হয় শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশ নেয় শতশত ভক্তবৃন্দ ।এরপর সমগ্র দিনব্যাপী চলে নানা অনুষ্ঠান ।একইভাবে ২৭ নভেম্বর ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় যুব সম্মেলন। যুব সম্মেলনে দীর্ঘ বক্তব্য রাখেন পরম পূজনীয় স্বামী একচিত্রানন্দ জি মহারাজ। অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন মহাবিদ্যালয় নরেন্দ্রপুর। প্রতিদিন আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ধর্মসভা সহ নানা ভক্তিমূলক অনুষ্ঠান । ২৮ শে নভেম্বর সকাল ১১ টায় অনুষ্ঠিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তদান শিবিরে মোট ৩৩ জন স্বেচ্ছায় রক্ত দান করেন । এর মধ্যে রয়েছেন চারজন মহিলা। রক্তদান শিবিরে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডঃ অমিত দাস । এছাড়াও এই তিন দিবসীয় দ্বারোদঘাটন অনুষ্ঠানে প্রতিদিন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ কর্তৃক দীক্ষা দান পর্ব সম্পাদিত হয় । ধর্মনগর রামকৃষ্ণ সেবা সমিতি সম্পাদক চম্পু সোম জানিয়েছেন তিন দিনের এই দীক্ষা গ্রহন পর্বে প্রায় ৩০০ শতাধিক নবীন ভক্ত ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছেন।

You may also like

Leave a Comment