Home » রক্ত নিয়ে দালালদের কালোবাজারিনিন্দা এসোসিয়েশনের*

রক্ত নিয়ে দালালদের কালোবাজারিনিন্দা এসোসিয়েশনের*

by admin

প্রতিনিধি কৈলাসহর:-সাধারন মানুষের অভিযোগ অনুযায়ী চিকিৎসা পরিষেবার প্রায় প্রতিটি ক্ষেত্রে সক্রিয় রয়েছে দালাল চক্র। এবার চড়া দামে রক্ত কেনা-বেচার অভিযোগ পাওয়া গেল ঊনকোটি জেলা হাসপাতাল চত্তরে। অভিযোগ,হাসপাতালের একাংশ কর্মীদের সাহায্য নিয়ে এই দালাল চক্র মানুষের গলা কাটছে।সুত্রের খবর কিছু দালাল চক্র রোজ রক্তের জন্য হাসপাতাল চত্তরে ঘোরাফেরা করে এবং সুযোগ বুঝেই রোগীর পরিবারের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করছে বলে অভিযোগ রয়েছে।আর এই দালাল চক্রের মূল পান্ডা হচ্ছে সামিম নামের এক যুবক।দীর্ঘ দিন ধরেই সামিম তার এক দুষ্ট চক্রকে কাজে লাগিয়ে রেখেছে ঊনকোটি জেলা হাসপাতাল চত্তরে।যারা সুযোগ বুঝে রক্তের প্রয়োজনে মানুষের কাছ থেকে অর্থের বিনিময়ে রক্ত দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। প্রসঙ্গ উল্লেখ্য যে,দীর্ঘ প্রায় ৬ বৎসরের অচলাবস্থার পর প্রায় ২মাস পূর্বে পুনর্গঠিত হয় কৈলাসহর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন।পুনর্গঠন কমিটি প্রতিদিন প্রায় ৬/৭ ইউনিট রক্ত জরুরী অবস্থায় ঊনকোটি জেলা হাসপাতাল ছাড়াও অন্যত্র সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে।কিন্তু এরই ফাঁকে দুষ্ট চক্রের একাংশ রক্ত নিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে ঊনকোটি জেলা হাসপাতাল চত্তরে।যে রক্ত কেনা-বেচা নিষিদ্ধ।তা পেতেই সাধারণ মানুষকে মোটা টাকা খরচ করতে হচ্ছে।যেখানে মুমুর্ষ রোগীর জীবনের জন্য জীবন রক্ত দান করে।আর এই অসামান্য দান নিয়েই চলছে কালোবাজারি।অভিযোগ উঠেছে এমনটাই।ব্লাড ব্যাঙ্ক চত্তরে রক্ত নিয়ে এই ধরনের কেনা বেচা যারা করছে তাদের চিন্হিত করতে একটি বিশেষ দল কাজ করছে কৈলাসহর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের। কৈলাসহর ব্লাড ভোনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অনুপম পালের সাথে এই বিষয় সম্পর্কে জানতে চাইলে তিনি জানান,ঊনকোটি জেলা হাসপাতাল চত্তরে রক্ত কেনা বেচার অভিযোগ তাদের কাছে রয়েছে।এই বিষয়টিকে তারা খুব শীঘ্রই পুলিশ প্রশাসন এবং হাসপাতালের আধিকারিকদের সামনে তুলে ধরবেন এবং আইনানুযায়ী প্রশাসন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে।এমনিতেই জেলা জুড়ে যে রক্তসঙ্কট চলছিলো তা কৈলাসহর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন পুনর্গঠিত হওয়ার পর অনেকটাই কমে গেছে। আগামী দিনে আরো বেশী পরিমাণে ব্লাড ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে যা এই সমস্ত দুষ্ট চক্রের কাছ থেকে রোগী ও রোগীর পরিবারকে অনেকটাই সাহায্য করবে। তবে এই দুষ্ট চক্রের বিরুদ্ধে সচেতন নাগরিকদের সজাগ থাকার আহ্বান এসোসিয়েশনের।

You may also like

Leave a Comment