Home ত্রিপুরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গন্ডাছড়ায় প্রশাসনের তৎপরতা

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গন্ডাছড়ায় প্রশাসনের তৎপরতা

by admin
0 comment 140 views

প্রতিনিধি,গন্ডাছড়া :- ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সোমবার দিনভর গোটা রাজ্যের সাথে গন্ডাছড়া মহকুমাতেও ভারী বৃষ্টিপাত হয়। এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার, কখনো হালকা, কখনো দমকা হাওয়ার সাথে থেমে থেমে বৃষ্টি হয়েছে দিনভর। বৃষ্টির ফলে জনজীবন এক কথায় অচল হয়ে পড়ে। এদিন সরকারি অফিস আদালত খোলা থাকলেও অঘোষিত বন্ধের রূপ নেয় মহকুমার সর্বত্র। দোকানপাট, বাজার হাট খোলা থাকলেও মানুষের তেমন কোনো আনাগোনা ছিল না। রাত ৮টা সংবাদ লেখা পর্যন্ত অনবরত বৃষ্টি পড়ছে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে মহকুমা এলাকার বেশ কিছু রাস্তায় গাছপালা ভেঙ্গে পড়ে। গন্ডাছড়া-আমবাসা, গন্ডাছড়া-অমরপুর, গন্ডাছড়া- রইস্যাবাড়ি সহ বেশ কিছু সড়কে গাছ ভেঙে পড়ে অল্প কিছু সময়ের জন্য যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। যদিও প্রশাসনের দ্রুত তৎপরতায় রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। এদিন সকাল থেকেই মহকুমা এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। বেসরকারি বিদ্যুৎ সংস্থা ফিডকো বিদ্যুৎ লাইন পরিষেবা স্বাভাবিক করতে জোরদার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু রাত ৮টা পর্যন্ত এখনো বিদ্যুতের দেখা নেই। এমতাবস্থায় গোটা মহকুমা অন্ধকারে ডুবে আছে। বিদ্যুৎ না থাকার ফলে স্বাভাবিকভাবে পানীয় জলের পাম্প মেশিন গুলি অকেজো হয়ে পড়ে আছে।

Related Post

Leave a Comment