Home » অফিসে না এলে সরকারি কর্মীদের বেতন কাটা যাবে, অশান্ত মণিপুরে নিদান বীরেন সিংহ সরকারের

অফিসে না এলে সরকারি কর্মীদের বেতন কাটা যাবে, অশান্ত মণিপুরে নিদান বীরেন সিংহ সরকারের

by admin

রাজ্যের অশান্ত পরিস্থিতির অজুহাতে অফিসে না এলে সরকারি কর্মীদের বেতন কাটা পড়বে। সোমবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল মণিপুর সরকার।

মণিপুরে প্রায় ১ লক্ষ সরকারি কর্মী রয়েছেন। এন বীরেন সিংহ সরকারের ঘোষণা, তাঁদের মধ্যে কেউ রাজ্যের সাম্প্রতিক হিংসার জন্য অফিস কামাই করেছেন কি না, তা খতিয়ে দেখা হবে। সেই কর্মীদের সম্পর্কে সবিস্তার তথ্য জানাতে নির্দেশ দিয়েছে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট (গ্যাড)।

সোমবার রাতে বিজ্ঞপ্তি জারি করে গ্যাড-সচিব মাইকেল আচম জানিয়েছেন, ১২ জুন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, যে সমস্ত সরকারি কর্মী জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের থেকে বেতন পান, তাঁদের বিরুদ্ধে অনুমোদিত ছুটি ছাড়া ‘নো ওয়ার্ক নো পে’ নীতি বলবৎ হবে।

এ ধরনের কর্মীদের নাম-ঠিকানা ছাড়াও তাঁরা কোন পদে কর্মরত এবং ‘এমপ্লয়ি আইডেন্টিফিকেশন নাম্বার’ (ইআইএন)— এই সমস্ত তথ্য ২৮ জুনের মধ্যে জানানোর জন্য রাজ্যের প্রশাসনিক সচিবদের নির্দেশ দিয়েছেন গ্যাড-সচিব।

You may also like

Leave a Comment