Home » ধর্মনগর সেন্ট্রাল রোড স্থিত ভারতীয় স্টেট ব্যাংক শাখার ৬২ বছর পূর্তি উপলক্ষে পেনশনার ও ব্যবসায়ীদের নিয়ে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়

ধর্মনগর সেন্ট্রাল রোড স্থিত ভারতীয় স্টেট ব্যাংক শাখার ৬২ বছর পূর্তি উপলক্ষে পেনশনার ও ব্যবসায়ীদের নিয়ে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়

by admin

উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর সেন্ট্রাল রোড স্থিত ভারতীয় স্টেট ব্যাংক শাখার ৬২ বছর পূর্তি উপলক্ষে পেনশনার ও ব্যবসায়ীদের নিয়ে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় |
ধর্মনগর প্রতিনিধি।

ধর্মনগর মহকুমা অন্তর্গত সেন্ট্রাল রোড স্থিত ভারতীয় স্টেট ব্যাংকের ৬২ বছর পূর্তি উপলক্ষে বিকেল পাঁচটা নাগাদ ভারতীয় স্টেট ব্যাংকের হল ঘরে পেনশনার এবং ধর্মনগর প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের নিয়ে এক সংবর্ধনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় | এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর ভারতীয় স্টেট ব্যাংকের চিফ ম্যানেজার শুভজিৎ বিশ্বাস, উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী আর এ সিসি সিএম প্রীতিময় চাকমা সবাইকে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয় |

তাছাড়া উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার সুমন দাস, সাধারণ সম্পাদিকা অজন্তা ভট্টাচার্য সহ স্টেট ব্যাংকের সমস্ত কর্মীবৃন্দরা, ধর্মনগর ভারতীয় স্টেট ব্যাংকের কর্মীরা সংগীত পরিবেশন করেন এবং তারপর দিনটিকে স্মরণীয় করে রাখতে কেক কেটে ৬২ বছর উদযাপন করা হয় ভারতীয় স্টেট ব্যাংকের কেক কাটায় উপস্থিত ছিলেন অতিথিরা এবং গ্রাহক পেনশনাররা |

ধর্মনগর ভারতীয় স্টেট ব্যাংক ১৯৬১ সালের ২৬ জুন প্রতিষ্ঠিত হয়েছিল, বর্তমানে ভারতীয় স্টেট ব্যাংকের বয়স ৬২ বছর যা ত্রিপুরা রাজ্যের তৃতীয় বড় ব্যাংক হিসেবে পরিচিত |
এই বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শতাধিক পেনশনার এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা |
বক্তব্য রাখতে গিয়ে ধর্মনগর ভারতীয় স্টেট ব্যাংকের চিফ ম্যানেজার শুভজিৎ বিশ্বাস বলেন গ্রাহকদের সহযোগিতায় এই ব্যাংকটি দিন দিন অনেক এগিয়ে যাচ্ছে বর্তমানে ভারতীয় স্টেট ব্যাংকের বিজনেস রয়েছে ৫১৬ কোটি টাকার, লোন দেওয়া হয়েছে ১৩৬ কোটি টাকা, ডিপোজিট রয়েছে ৩৮০ কোটি টাকা, বর্তমানে ভারতীয় স্টেট ব্যাঙ্ক শাখার গ্রাহক সংখ্যা রয়েছে ৫৫ হাজার এরই মধ্যে ৫৩ হাজার একটিভ সেভিং একাউন্ট রয়েছে তাছাড়া এডুকেশন লোন হাউজ লোন ব্যবসায়ীদের বিনা সিকিউরিটিতে ব্যবসার জন্য ১০ লক্ষ করে তাকেও দিয়ে যাচ্ছে ভারতীয় স্টেট ব্যাংকের শাখা | এই সকল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা তুলে ধরেন চীফ ম্যানেজার |
অন্যদিকে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ব্যাংক গ্রাহকদের উদ্দেশ্যে বলেন অচেনা নাম্বারে মোবাইলে ফোন আসলে পরে যাতে করে কেউ সেই ফোনটি রিসিভ না করে এবং অযথা কোন অ্যাপস মোবাইল ফোনে ডাউনলোড করে ইন্সটল না করার জন্য প্রায় প্রতিদিনই উত্তর জেলার কোনো না কোনো জায়গা থেকে প্রতারণার শিকার হয়ে আসছে থানার কাছে জনগণ তাই কোন কিছু করার আগে ভালো করে জেনে বুঝে আপনারা করবেন যাতে করে আপনাদের কষ্টের উপার্জনিত টাকা অন্য কেউ নিয়ে না যেতে পারে |

You may also like

Leave a Comment